ENG vs AUS, Ashes: আরও এক বার রিভার্স ব়্যাম্পে ছয়, রুটের ভিডিয়ো ভাইরাল

Joe Root, England vs Australia: গত দু-বছরে একের পর এক নজরকাড়া ইনিংস খেলেছেন। হাফসেঞ্চুরি ও সেঞ্চুরিও করেছেন বেশ কিছু।

ENG vs AUS, Ashes: আরও এক বার রিভার্স ব়্যাম্পে ছয়, রুটের ভিডিয়ো ভাইরাল
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 8:08 PM

আরও একটা অনবদ্য ইনিংস। অ্যাসেজ সিরিজে ইংল্যান্ড শিবিরে অন্যতম ধারাবাহিক জো রুট। গত দু-বছরে একের পর এক নজরকাড়া ইনিংস খেলেছেন। হাফসেঞ্চুরি ও সেঞ্চুরিও করেছেন বেশ কিছু। ইংল্যান্ড যখন বাজবল খেলতে শুরু করে, প্রশ্ন উঠেছিল জো রুট আদৌ এর সঙ্গে মানিয়ে নিতে পারবেন তো! সবার আশঙ্কা আনন্দে বদলে দিয়েছেন রুট। বরং বলা ভালো, ইংল্যান্ডের এই খেলার স্টাইলে সবচেয়ে ধারাবাহিক জো রুট। ওভাল টেস্টেও নজর কাড়ছেন ইংল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটার। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

জো রুটের ব্যাটিংয়ে সবচেয়ে বেশি নজর কাড়ছে আত্মবিশ্বাস। বোলারের নাম নিয়ে তাঁর মধ্যে কোনও সন্দেহ থাকে না। শট খেলার পরিস্থিতি থাকলে, বিশ্বের সেরা বোলারের বিরুদ্ধে খেলে থাকেন। এই সিরিজে আগেও বহুবার দেখ গিয়েছে তাঁর রিভার্স ব়্যাম্প শট। অজি পেসার স্কট বোলান্ডের গতিময় ডেলিভারিতে রিভার্স ব়্যাম্পে বিশাল ছয় মেরেছিলেন। এ দিনও তাঁর নিখুঁত শট নজর কাড়ল।

অজি পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ আক্রমণে ছিলেন। রুট তখন নিজের ইনিংসের শুরুর দিকে। মার্শের একটি ডেলিভারি রিভার্স ব়্যাম্পে বাউন্ডারির বাইরে পাঠালেন। বিধ্বংসী ব্যাটিং জারি রাখেন রুট। মাত্র ৪২ বলে অর্ধশতরানে পৌঁছন জো রুট। এখনও অবধি যে ছন্দে ব্যাট করছেন, তাতে টেস্ট কেরিয়ারে আরও একটা সেঞ্চুরি হলে অবাক হওয়ার নেই।