ICC World Cup 2023 Highlights: রিজওয়ানের ব্যাটে জয় পাকিস্তানের
England vs Bangladesh, Pakistan vs Sri Lanka ICC world Cup 2023 Live Score Updates: অন্যদিকে দ্বিতীয়ার্ধে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে পাকিস্তান (Pakistan)ও শ্রীলঙ্কা (Sri Lanka)। চার দলই চাৃইবে এই ম্যাচে জিতে আগামীতে একটু নিশ্চিন্ত হতে।
কলকাতা: বিশ্বকাপে এ দিনও ছিল ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও বাংলাদেশ। গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে ছিল তারা। তেমনই ধরমশালায় প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জিতে অনেক বেশি স্বস্তিতে ছিল বাংলাদেশ। একই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ সুখকর হল না। বড় ব্যবধানে জয়ে প্রত্যাবর্তন ইংল্যান্ডের। ডেভিড মালান সেঞ্চুরি এবং বোলিংয়ে রিস টপলি ইংল্যান্ডের জয়ের নায়ক। ওডিআই বিশ্বকাপ ২০২৩ (ICC ODI World Cup 2023) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও শ্রীলঙ্কা। বড় রান তাড়ায় চাপে পড়েছিল পাকিস্তান। তবে বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলতে নামা আব্দুল্লা শফিক এবং অভিজ্ঞ মহম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে অনবদ্য জয় পাকিস্তানের। টানা দুই ম্যাচেই ব্যর্থ পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথমার্ধে ধরমশালার মাঠে মুখোমুখি হবে ইংল্যান্ড (England) ও বাংলাদেশ (Bangladesh)। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
LIVE Cricket Score & Updates
-
CWC 2023, PAK vs SL: বিশাল লক্ষ্য তাড়ায় অনবদ্য জয়
পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। যদিও শফিকের সেঞ্চুরি এবং অপরাজিত রিজওয়ানে দুর্দান্ত জয়। বিস্তারিত পড়ুন : শ্রীলঙ্কার বিরুদ্ধে একশো শতাংশ জয়ের রেকর্ড! চোট নিয়েও নায়ক রিজওয়ান
-
CWC 2023, PAK vs SL: চোট নিয়েও ভরসা রিজওয়ান
ওয়ান ডে কেরিয়ারে তৃতীয়, বিশ্বকাপের মঞ্চে প্রথম সেঞ্চুরি মহম্মদ রিজওয়ানের। ৫০ ওভার কিপিং করার পর অনবদ্য ব্যাটিং।
-
-
CWC 2023, PAK vs SL: পাকিস্তানের ১৫ ওভার শেষ
পাকিস্তানের ইনিংসের ১৫ ওভার শেষে স্কোর ২ উইকেটে ৭১। জোড়া ধাক্কা সামলে পাকিস্তানকে এগিয়ে নিয়ে চলেছেন আবদুল্লা ও রিজওয়ান।
-
CWC 2023, PAK vs SL: বাবরের উইকেট মধুশঙ্কার খাতায়
ইমাম উল হকের পর বাবর আজমের উইকেট তুলে নিলেন দিলশান মধুশঙ্কা। ১৫ বলে ১০ রান মাঠ ছাড়লেন গ্রিন আর্মির নেতা বাবর।
-
CWC 2023, ENG vs BAN: পড়ুন ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচ রিপোর্ট
এক ম্যাচ জিতে স্বস্তিতে ছিল বাংলাদেশ। একই মাঠে দ্বিতীয় ম্যাচ। তুলনামূলক ভাবে অ্যাডভান্টেজ ছিল বাংলাদেশ। কিন্তু বাঁ হাতেই শেষ বাংলাদেশ। হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ইংল্যান্ড। দুরন্ত প্রত্যাবর্তন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ধরমশালায় বাংলাদেশকে বিশাল লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। যা উতরোতে পারলেন না সাকিবরা।
পড়ুন বিস্তারিত – বাঁ-হাতেই শেষ বাংলাদেশ! দুরন্ত প্রত্যাবর্তন চ্যাম্পিয়নদের
-
-
CWC 2023, PAK vs SL: প্রথম ধাক্কা খেল পাকিস্তান
দিলশান মধুশঙ্কা ফেরালেন ইমাম উক হককে। ১২ বলে ১২ রান করে মাঠ ছাড়লেন পাকিস্তানের ওপেনার ইমাম।
-
CWC 2023, ENG vs BAN: বাংলাদেশ অলআউট
তাসকিনের উইকেট তুলে নিলেন স্যাম কারান। ২২৭ রানে অল বাংলাদেশ। ১৩৭ রানের বিরাট ব্যবধানে জিতল ইংল্যান্ড।
-
CWC 2023, PAK vs SL: রান তাড়া করতে নামল গ্রিন আর্মি
টার্গেট ৩৪৫। রান তাড়া করতে নামল পাকিস্তান। ওপেনিংয়ে ইমাম উল হক ও আবদুল্লা শফিক।
-
CWC 2023, ENG vs BAN: নবম উইকেট হারাল বাংলাদেশ
১২ রান করে মাঠ ছাড়লেন শরিফুল ইসলাম। তাঁর উইকেট তুলে নিলেন মার্ক উড। ইংল্যান্ডের জয়ের জন্য চাই আর একটি মাত্র উইকেট।
-
CWC 2023, ENG vs BAN: খেলা বাকি আর ৫ ওভার
- বাংলাদেশের ইনিংসের ৪৫ ওভারের খেলা শেষ
- বাকি ৫ ওভারে জিততে হলে বাংলাদেশকে তুলতে হবে ১৪৫ রান
- ক্রিজে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ
- ৪৫ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২২০ রান তুলেছে বাংলাদেশ
-
PAK vs SL: পাকিস্তানকে ৩৪৫ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা
কুশল মেন্ডিসের দুরন্ত ১২২। সদিরা সমরবিক্রমের ১০৮ রান। বাবরদের জিততে হলে চাই ৩৪৫।
-
PAK vs SL: হাসানের সাফল্য!
ফের উইকেট। এবার সদিরাকে ফেরালেন হাসান আলি।
-
PAK vs SL: ফিরলেন দসুন
মাঠে নেমে ১০ রান করেই আউট শ্রীলঙ্কার অধিনায়ক দসুন শনাকা। সেঞ্চুরি করলেন সদিরা।
-
PAK vs SL: ফিরলেন সিলভা
ফের ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে। এবার আউট হলেন ধনঞ্জয় ডি সিলভা। ক্রিজে শনাকা ও সদিরা সমরবিক্রম।
-
ICC ODI World Cup 2023: ফের আউট
একের পর এক উইকেট হারাচ্ছে সাকিবরা। এ বার ঝুলিতে ৭৬ রান নিয়ে ফিরলেন লিটন দাস।
-
CWC 2023, PAK vs SL: পাকিস্তানকে ম্যাচে ফেরাচ্ছেন হাসান!
সেট হওয়ার আগেই চরিত আসালঙ্কাকে ফেরালেন হাসান আলি। তার আগেই সেঞ্চুরিয়ন কুশল মেন্ডিসের উইকেট নিয়েছেন।
-
PAK vs SL: আউট মেন্ডিস!
হাসান আলির গুড লেন্থ ডেলিভারি। কুশল মেন্ডিসের পিক-আপ শট। বাউন্ডারি লাইনে ইমামেক ক্যাচে ফিরলেন সেঞ্চুরিয়ন।
-
PAK vs SL: মেন্ডিসের শতরান
শতরান এল কুশল মেন্ডিসের ব্যাটে। ৬৫ বলে সেঞ্চুরি করেন তিনি।
-
ICC ODI World Cup 2023: আবার উইকেট, এ বার ফিরলেন মিরাজ
একের পর এক উইকেট হারাচ্ছে বাংলাদেশ। এ বার ফিরতে হল মেহেদি হাসান মিরাজকে। মাত্র ৮ রান এসেছে তাঁর ব্যাটে।
-
ICC ODI World Cup 2023: জ্বলে উঠতে পারলেন না সাকিব
১ রান করেই আউট সাকিল। ক্রিজে লিটন ও মেহেদি জুটি।
-
ICC ODI World Cup 2023: আউট নিশঙ্কা
অর্ধ শতরান করেই ফিরতে হল নিশঙ্কাকে।
-
BAN vs ENG Live Score: শুরুতেই ২ উইকেট হারাল বাংলাদেশ
মাঠে নেমেই ফিরতে হল নাজমুল হাসান শান্ত ও তানজিদ হাসানদের।
-
ICC World Cup 2023: কুশল আউট
হাসান আলি তুলে নিলেন কুশল পেরেরার উইকেট। শুরুতেই ধাক্কা খেল শ্রীলঙ্কা। শূন্যে ফিরলেন কুশল।
-
ICC World Cup 2023: শ্রীলঙ্কার ইনিংস শুরু
লঙ্কানদের হয়ে ওপেনিংয়ে নামলেন পাথুম নিশঙ্কা ও কুশল পেরেরা।
-
ICC ODI World Cup 2023: মাঠ ছাড়লেন রুট
৮২ রান করে আউট ছন্দে থাকা রুট।
-
PAK VS SL Live Score: টস জিতে বাবরদের বোলিংয়ে পাঠাল শ্রীলঙ্কা
টস জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা।
-
ICC World Cup: মালান আউট
১৪০ রানের দুরন্ত ইনিংসের পর আউট ডেভিড মালান। মেহেদি হাসান তুলে নিলেন গুরুত্বপূর্ণ উইকেট।
-
ICC World Cup 2023: হাফ সেঞ্চুরি রুটের
চেনা ছন্দে ইংল্যান্ড। অর্ধ শতরান পার করলেন জো রুট।
-
ICC World Cup 2023: ৪, ৬-এর বন্যা!
শতরান করেই চার, ছয়ের বন্যা মালানের ব্যাটে। ৩৫ ওভার শেষে ইংল্যান্ডের ঝুলিতে ২২১ রান। উইকেট হারিয়েছে ১ টি।
-
ICC World Cup 2023: শতরান এল মালানের ব্যাটে
সেঞ্চুরি করলেন ডেভিড মালান। ৯০ বলে শতরান করলেন তিনি।
-
ICC World Cup 2023: আউট বেয়ারস্টো
৫২ রান করে আউট জনি বেয়ারস্টো। তাঁকে ফেরালেন সাকিব। ক্রিজে ডেভিড মালান-জো রুট জুটি।
-
ICC World Cup 2023: সেঞ্চুরি করল ইংল্যান্ড
জুটিতে ১০০ পার করল ইংল্যান্ড। প্রথমে মালান, এ বার হাফ সেঞ্চুরি করলেন বেয়ারস্টো।
-
ICC World Cup 2023: হাফ সেঞ্চুরি করলেন মালান
অর্ধ শতরান এল মালানের ব্য়াটে।
-
ICC World Cup 2023: জমাট বাঁধছে মাালান-বেয়ারস্টো জুটি
যুগ্মভাবে ৫০ পার ইংল্যান্ডের। ১০ ওভার শেষে থ্রি লায়েন্সদের ঝুলিতে ৬১ রান।
-
ICC World Cup 2023: ৫ ওভার শেষে
৫ ওভার শেষে ইংল্যান্ডের ঝুলিতে ২৭ রান। এখনও পর্যন্ত একটিও উইকেট হারায়নি তাঁরা।
-
ICC World Cup 2023: ইংল্যান্ডের ইনিংস শুরু
ইংল্যান্ডের পরীক্ষা শুরু। থ্রি লায়েন্সদের হয়ে ওপেনিং-এ জনি বেয়ারস্টো ও ডেভিড মাালান।
-
ICC World Cup 2023: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত সাকিবদের
টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠালেন বাংলাদেশ অধিনায়ক সাকুিব উল হাসান।
-
ICC World Cup 2023: কী বাড়তি সুযোগ পাবে বাংলাদেশ?
বিস্তারিত পড়ুন: চেনা মাঠে’ ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডভান্টেজ বাংলাদেশ!
-
IC ODI World Cup 2023: কোথায় দেখবেন ম্য়াচগুলি?
বিস্তারিত পড়ুন:কাল বিশ্বকাপে জোড়া ম্যাচ,কোথায়, কখন কীভাবে দেখবেন ?
Published On - Oct 10,2023 9:30 AM