Shubman Gill: কমেছে প্লেটলেট কাউন্ট, চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি শুভমন গিল!

Shubman Gill: সোমবারই বোর্ডের তরফে বলা হয়েছে, দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না শুভমন। পঞ্জাবের ওপেনারের শারীরিক অবস্থা এখনও ভালো নয়। পাকিস্তানের বিরুদ্ধেও হয়তো টিমে নেই তিনি।

Shubman Gill: কমেছে প্লেটলেট কাউন্ট, চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি শুভমন গিল!
শুভমন গিল
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 12:44 PM

চেন্নাই: হঠাৎ ডেঙ্গির কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা হয়নি তাঁর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলি, লোকেশ রাহুল ভারতকে জিতিয়েছেন ঠিকই, কিন্তু টপ অর্ডারের কোনও ব্যাটারই রান পাননি। অধিনায়ক রোহিত শর্মা, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার শূন্য করে ফিরেছিলেন। যা চাপ তৈরি করে দিয়েছিল। টপ অর্ডারের ব্যর্থতার মধ্যেই শুভমন গিল কবে ফিট হবেন, তা নিয়ে কথা চলছিল। সোমবারই বোর্ডের তরফে বলা হয়েছে, দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না শুভমন। পঞ্জাবের ওপেনারের শারীরিক অবস্থা এখনও ভালো নয়। পাকিস্তানের বিরুদ্ধেও হয়তো টিমে নেই তিনি। তার মধ্যেই আবার খবর, প্লেটলেট কাউন্ট কমায় চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি করা হয়েছে শুভমনকে। TV9Bangla Sports-এ বিস্তারিত।

২৪ বছরের ওপেনারের শরীরিক অবস্থা কেমন, তা নিয়ে আলোচনা চলছিল। তারই মধ্যে খবর, চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। প্লেটলেট কাউন্ট কমার জন্য কোনও ঝুঁকি নেওয়া হয়নি। চিকিৎসকদের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। খানিকটা হলেও উদ্বেগ রয়েছে, এমনও বলা হচ্ছে। ডাক্তার রিজওয়ান খান তাঁর সঙ্গে রয়েছেন। আশা করা হচ্ছে, দ্রুত প্লেটলেট কাউন্ট বেড়ে যাবে তাঁর। কিন্তু দুর্বলতা কাটতে সময় লাগতে পারে। যদি পরিস্থিতির উন্নতি হয়, বিমানযাত্রার ধকল নিতে পারেন শুভমন, তা হলে টিমের সঙ্গে আমেদাবাদে যোগ দেবেন। না হলে চেন্নাইয়েই থেকে যাবেন তিনি। সে সম্ভাবনা কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন না।

সম্প্রতি শুভমন ওয়ান ফর্ম্যাটে দারুণ ফর্মে রয়েছেন। ২০টা ওয়ান ডে খেলে ১২৩০ রান করেছেন। যে কারণে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁকে পেতে মরিয়া ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু ডেঙ্গির কারণে ঝুকিও নিতে চায় না। যা পরিস্থিতি তাতে পাকিস্তান ম্যাচ তো বটেই, বিশ্বকাপের আরও একটা ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে পঞ্জাবের ওপেনারকে।