Ben Stokes: বিশ্বকাপ খেলবেন না বেন স্টোকস!
মানসিক স্বাস্থ্যের জন্য ইংল্যান্ডে ভারতের সফরের আগে নিজেকে ক্রিকেট থেকে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু তিনি কবে মাঠে ফিরবেন সেটা এখনও নিশ্চিত নয়।
লন্ডন: ২০১৯ বিশ্বকাপটা (T20 World Cup 2019) একাই যেন ইংল্যান্ডকে দিয়েছিলেন তিনি। বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা অল রাউন্ডারদের একজন তিনি। বেন স্টোকস (Ben Stokes)। কিন্তু চলতি বছর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) কি তাঁকে পাবে না ইংল্যান্ড? সম্ভাবনা তেমনই। অন্তত ইংলিশ মিডিয়া সেই কথাই বলছে। এখন নাকি বেন স্টোকস ক্রিকেট নিয়ে কিছুই ভাবছেন না।
আইপিএল (IPL) থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন। এ বার টি-২০ বিশ্বকাপ থেকেও সড়ে দাঁড়ানোর ভাবনা স্টোকসের মাথায়। তাঁর কাছের মানুষরা এমনই জানিয়েছেন ইংল্যান্ডের সংবাদ মাধ্যমকে।
মানসিক স্বাস্থ্যের জন্য ইংল্যান্ডে ভারতের সফরের আগে নিজেকে ক্রিকেট থেকে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু তিনি কবে মাঠে ফিরবেন সেটা এখনও নিশ্চিত নয়। আইসিসির (ICC) নিয়মে শুক্রবারের মধ্যে টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে। থ্রি লায়ন্স কোচ ক্রিস সিলভারউড ১৮ জনের প্রাথমিক দলে রেখেছিলেন স্টোকসকে। কিন্তু তাঁর আশা এবার ছাড়তে হবে ইংল্যান্ড দলকে।
রাজস্থান রয়্যালসেও (Rajasthan Royals) ইতিমধ্যেই স্টোকসের পরিবর্ত হিসেবে ওয়েস্ট ইন্ডিজের লুইসকে সই করিয়েছে। ভারতের মাঠে আইপিএলের প্রথম অংশের মাত্র একটি ম্যাচ রাজস্থানের হয়ে খেলেছিলেন বেন স্টোকস। তারপর আঙুলে চিড় ধারায় টুর্নামেন্ট থেকে ছিটকে যান। আশা ছিল লিগের দ্বিতীয় পর্বে পাওয়া যাবে তাঁকে। কিন্তু সেটাও হচ্ছে না।
আইপিএলে রাজস্থান রয়্যালসে তিন ইংলিশ ক্রিকেটার ছিলেন। বেন স্টোকস, জস বাটলার ও জোফ্রা আর্চার। তিন তারকার একজনকেও এবার পাচ্ছে না সঞ্জু স্যামসনের দল। মানসিক স্বাস্থ্যের জন্য নেই স্টোকস। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য খেলবেন না জস বাটলার। চোটের জন্য নেই জোফ্রা আর্চার।
আরও পড়ুন: T20 World Cup 2021: বিশ্বকাপের দল নির্বাচনে হার্দিককে নিয়ে যত আলোচনা