MS Dhoni: ধোনির বিকল্প হতে পারবে না AI-ও! মাহির প্রশংসায় নির্বাচক প্রধান
MS Dhoni, Artificial Intelligence: আন্তর্জাতিক ক্রিকেটকে অনেক আগেই বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অবশ্য খেলা চালিয়ে যাচ্ছেন। গত মরসুম অবধি চেন্নাই সুপার কিংসকে নেতৃত্বও দিয়েছেন। আইপিএলে পাঁচটি করে ট্রফি রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের। ধোনির নেতৃত্বেই পাঁচটি ট্রফি জিতেছে সিএসকে। এ মরসুমের শুরুতেই নেতৃত্বের ব্যাটন তুলে দেন ঋতুরাজ গায়কোয়াড়কে।
মহেন্দ্র সিং ধোনির মস্তিষ্ক কতটা তুখোর, এ আর বলার অপেক্ষা রাখে না। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিনটি আইসিসি ট্রফি জিতেছে ভারত। ২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। নেতৃত্বের শুরুটাই বিশ্বকাপ জয় দিয়ে। ২০১১ সালে ধোনির নেতৃত্বে ওয়ান ডে বিশ্বকাপ জয়। দীর্ঘ ২৮ বছরের ব্যবধানে ওয়ান ডে ফরম্যাটে দ্বিতীয় বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। এশিয়ার একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি ভিন্ন ট্রফি জয় মাহির।
আন্তর্জাতিক ক্রিকেটকে অনেক আগেই বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অবশ্য খেলা চালিয়ে যাচ্ছেন। গত মরসুম অবধি চেন্নাই সুপার কিংসকে নেতৃত্বও দিয়েছেন। আইপিএলে পাঁচটি করে ট্রফি রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের। ধোনির নেতৃত্বেই পাঁচটি ট্রফি জিতেছে সিএসকে। এ মরসুমের শুরুতেই নেতৃত্বের ব্যাটন তুলে দেন ঋতুরাজ গায়কোয়াড়কে। ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে জয়ের পর অবশ্য ঋতুরাজ পরিষ্কার করে দেন, মাহি ভাই থাকতে তাঁকে বেশি কিছু ভাবতেই হয় না।
ঋতুরাজ কাগজে কলমে ক্যাপ্টেন হলেও মহেন্দ্র সিং ধোনি যে প্রয়োজনের সময় পরামর্শ দেবেন, এ বিষয়ে নিশ্চিত থাকা যায়। এমন বেশ কিছু মুহূর্ত ধরাও পড়েছে। থালা মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট মস্তিষ্ক নিয়ে এ বার বড় মন্তব্য ভারতের দল নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকরের। দেশের হয়ে প্রচুর ট্রফি। তেমনই আইপিএলেও। মাহিকে নিয়ে আগরকর বলছেন, ‘ওর মাথায় যা তথ্য থাকে, অবিশ্বাস্য। কেউ হয়তো একটা ইনিংস নিয়ে পরিকল্পনা করতে পারে। এখন হয়তো অনেকেই করে থাকেন। তার মানে এই নয়, সব পরিকল্পনা সঠিক হবে। সে কারণেই একজন ক্যাপ্টেন প্রয়োজন, যে বুঝতে পারবে পরিকল্পনাগুলো ঠিক হয়েছে কিনা।’
আগরকর আরও যোগ করেন, ‘সব দিন সমান যাবে না। মানুষমাত্রই এমনটা হওয়া স্বাভাবিক। আর এর জন্যই মহেন্দ্র সিং ধোনি গ্রেট ক্যাপ্টেন। কারণ ও খেলাটা উপলব্ধি করতে পারে। ও সহজাত ক্যাপ্টেন। ধোনি বুঝতে পারে, কোখায় খেলাটা ঘুরছে।’