WTC Final 2023 : অস্ট্রেলিয়ার জোচ্চুরি! বল বিকৃত করে পূজারা-বিরাটকে আউট করেছেন কামিন্সরা?
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ। কাঠগড়ায় অস্ট্রেলিয়া!
লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final 2023) বল বিকৃতির গুরুতর অভিযোগ উঠল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ওভালে প্রথম ইনিংসে প্রথম চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিদের বল বিকৃত করেই আউট করেছে অজিরা। এই অভিযোগ ভারতের নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছে ওয়াঘার ওপার থেকে। বিরাট কোহলি, চেতেশ্বর পূজারার আউট দেখে বল বিকৃতির ধারণা হয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলির। তাঁর মতে, ডিউক বলে অন্তত ৪০ ওভার খেলা না হলে রিভার্স সুইং করানো যায় না। অথচ অস্ট্রেলিয়ার পেসাররা ১৫ ওভারেই রিভার্স সুইং করাতে পেরেছেন। যে কারণে প্রথম ইনিংসে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাদের এই কারণে নাস্তানাবুদ করতে পেরেছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্করা। প্রাক্তন পাক ক্রিকেটারের এই অভিযোগ রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
নিজের ইউটিউব চ্যানেল ‘বাসিত আলি শো’-তে প্রাক্তন পাক ক্রিকেটার ওভালের দ্বিতীয় দিনের খেলার শেষেই এই অভিযোগ করেন। যার শিরোনাম ছিল, “অস্ট্রেলিয়া অবশ্যই বল বিকৃত করেছে।” তিনি বলেন, “অস্ট্রেলিয়া এত পরিষ্কারভাবে বল বিকৃত করেছে। অথচ কেউ কিছু বলল না। এর সবচেয়ে বড় প্রমাণ হল বল ছেড়ে দিতে গিয়ে আউট হয়ে যাওয়া। সামি যখন বোলিং করছিল তখন বলের চকচকে ভাব ছিল বাইরের দিকে ছিল এবং বল স্মিথের কাছ থেকে বেরিয়ে যাচ্ছিল। এটাকে রিভার্স সুইং বলে না। রিভার্স সুইং হল যখন শাইনের দিকটা ভেতরে থাকা সত্ত্বেও বল ভেতরে ঢুকবে। ১৬, ১৭, ১৮তম ওভার দেখুন। যে বলটায় কোহলি আউট হয়েছে তার চকচকে দিকটি বাইরে ছিল। অথচ বল গেল উল্টো দিকে।”
তিনি আরও বলেন, “ক্যামেরন গ্রিন বলের চকচকে দিকটা বাইরে রেখে পূজারাকে বোলিং করছিলেন অথচ বল ঢুকে গেল ভেতরের দিকে। ডিউক বলে ১৫-২০ ওভারের মধ্যে বল কি রিভার্স সুইং করে? আমি আশ্চর্য, এই বিষয়গুলো কারও চোখে পড়ল না কেন। নাকি ভারত ফাইনালে উঠেছে বলেই বিসিসিআই খুশি? আর আম্পায়াররাও কি অন্ধ?” ১৯তম ওভারে মিচেল স্টার্কের বলে কোহলি আউট হন। তার আগে ক্যামেরন গ্রিনের অফস্টাম্পের বাইরের বল পূজারা ছেড়ে দিতে চাইলে বল ভেতরে ঢুকে বোল্ড হয়ে যান।