T20 World Cup 2022: প্রথমবার আইসিসি প্রতিযোগিতায় নেতৃত্ব দেবেন, কী বলছেন রোহিত শর্মা?

Rohit Sharma: বলছেন, 'দীর্ঘদিন আমরা বিশ্বকাপ জিতিনি। বিশ্বকাপ জেতাই আমাদের লক্ষ্য। সেটার জন্য অনেক পরিশ্রম করতে হবে। সবকিছু ঠিক করতে হবে। ধাপে ধাপে এগোতে চাই। এখন থেকেই সেমিফাইনাল, ফাইনাল এসব বিষয়ে ভাবতে চাই না। প্রতিটা ম্যাচ ধরে ভাবতে চাই।'

T20 World Cup 2022: প্রথমবার আইসিসি প্রতিযোগিতায় নেতৃত্ব দেবেন, কী বলছেন রোহিত শর্মা?
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2022 | 7:56 PM

ব্রিসবেন : দ্বিপাক্ষিক সিরিজ, এশিয়া কাপে দেশকে নেতৃত্ব দিয়েছেন। খেলেছেন ওয়ান ডে, টি২০ বিশ্বকাপও (T20 World Cup 2022)। কিন্তু আইসিসি টুর্নামেন্টে এ বারই প্রথম নেতৃত্ব দেবেন রোহিত শর্মা (Rohit Sharma)। এক দিকে যেমন উত্তেজিত, তেমনই সতর্কও। পরিকল্পনা ধরে ধাপে ধাপে এগোতে চান ভারত অধিনায়ক। ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। গত বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধেই অভিযান শুরু করেছিল। ১০ উইকেটের হার। গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছিল ভারত। ২০০৭ সালে প্রথম এবং একমাত্র টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। এ বার অধিনায়ক, কোচ নানা প্লেয়ার বদল হয়েছে। রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া ভালো ফলের জন্য মুখিয়ে। দেশকে প্রথম বার আইসিসি টুর্নামেন্টে (ICC Tournament) নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে কী বললেন রোহিত শর্মা? তুলে ধরল TV9Bangla

বোর্ডের ওয়েব সাইটে একটি সাক্ষাৎকারে রোহিত শর্মা বলেন, ‘অধিনায়ক হিসেবে আমার প্রথম বিশ্বকাপ। ভীষণ সম্মান এবং গর্বের। বিশ্বকাপের মঞ্চে দেশকে নেতৃত্ব দেব। উত্তেজনায় ফুটছি। আমাদের কাছে দারুণ একটা সুযোগ এখানে ভাল কিছু করার। প্রতিটা বিশ্বকাপের মঞ্চে নামা, ভালো কিছু করাই স্পেশাল অনুভূতি। পারথে দারুণ প্রস্তুতি হয়েছে। ছেলেরা সকলেই প্রস্তুত।’বিশ্বকাপ পরিকল্পনা প্রসঙ্গে বলছেন, ‘যে ফরম্যাটই হোক, বিশ্বকাপ সবসময়ই আলাদা। আমরা কী করতে চাইছি, সেটা মুখে বলতে চাই না। পরিকল্পনা, প্রস্তুতি সবই ভালো হয়েছে। অতীত নিয়ে যেমন বেশি ভাবতে চাই না, তেমনই ভবিষ্যৎ নিয়েও। ম্যাচের দিন কাজে করে দেখাতে চাই। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতে এসেছি। যদিও সেটা ঘরের মাঠে। এখানে চ্যালেঞ্জ আলাদা। এখানকার পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া খুবই জরুরি ছিল। দলের অনেকেই প্রথম বার অস্ট্রেলিয়ায় এসেছে। সে কারণেই টুর্নামেন্টের অনেক আগে আসা, এখানকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া ওদের জন্য বেশি জরুরি ছিল। ওরা সকলেই মূল টুর্নামেন্টে নামার জন্য মুখিয়ে রয়েছে।’

বিশ্বকাপে ভারতের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচ প্রসঙ্গে রোহিত বলছেন, ‘পাকিস্তান ম্যাচ নিয়ে তো উত্তেজনা থাকবেই। আমরা সকলেই সেটা জানি। যতবারই ভারত-পাকিস্তান ম্যাচ হোক, সেটা ব্লকবাস্টার হবেই। দর্শকরা আকর্ষণীয় ম্যাচ দেখতেই মাঠে আসে। ম্যাচের যে আবহ, সেটা উপভোগ করা বেশি জরুরি। আমাদের কাছেও ক্রিকেটটা যেমন উপভোগ করার বিষয়, তেমনই আবহটাও। এমনকি যাঁরা বাড়িতে টেলিভিশনে ম্যাচ দেখবে, তাঁদের কথাও ভুললে চলবে না। প্লেয়ার হিসেবে আমাদের কাছে এটি বড় ম্যাচ। টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হওয়া জরুরি। তবে প্লেয়ার হিসেবে আমরা রিল্যাক্স থাকতে চাই। ব্যক্তিগত পারফরম্যান্সেও জোর দিতে হবে। হাইভোল্টেজ ম্যাচে সেটাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ব্যক্তি হিসেবে কেউ ঠান্ডা মাথায় ভালো পারফর্ম করলে পার্থক্য হয়ে দাঁড়ায়।’ কিছুটা যেন হতাশাও ঝড়ে পড়ল রোহিতের গলায়। বলছেন, ‘দীর্ঘদিন আমরা বিশ্বকাপ জিতিনি। বিশ্বকাপ জেতাই আমাদের লক্ষ্য। সেটার জন্য অনেক পরিশ্রম করতে হবে। সবকিছু ঠিক করতে হবে। ধাপে ধাপে এগোতে চাই। এখন থেকেই সেমিফাইনাল, ফাইনাল এসব বিষয়ে ভাবতে চাই না। প্রতিটা ম্যাচ ধরে ভাবতে চাই।’