Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

In Depth Virat Kohli: ‘কোহিনূর’ কোহলি, মিনি বিশ্বকাপে অফ-লেগ বিরাট আশা-আশঙ্কা

ICC Champions Trophy: বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলি এমনই এক ডায়মন্ড যা শুধুমাত্র ভারতের কাছেই রয়েছে। বিশ্বের কোনও মানুষই নিখুঁত নন। বিরাট কোহলিও। সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকরদেরও কিছু না কিছু দুর্বলতা ছিল। তারা দ্রুত সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পেরেছিলেন বলেই কিংবদন্তি হয়ে উঠেছিলেন।

In Depth Virat Kohli: 'কোহিনূর' কোহলি, মিনি বিশ্বকাপে অফ-লেগ বিরাট আশা-আশঙ্কা
Image Credit source: spawns/E+/Getty Images/PTI
Follow Us:
| Updated on: Feb 15, 2025 | 5:24 PM

আইসিসি টুর্নামেন্ট এবং ভারত। কাপ আর ঠোঁটের দূরত্ব অনেকবারই থেকেছে। ২০২৪ সালে অবশেষে সেই দূরত্ব মিটেছে। সামনে আরও একটা আইসিসি টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি। আট দলের টুর্নামেন্ট। বিশ্বকাপের চেয়েও কঠিন। আরও বেশি চ্যালেঞ্জিং। বিশ্বকাপে লিগ পর্বে একটা ম্যাচ হারলেও ঘুরে দাঁড়ানোর অনেকটা সুযোগ থাকে। এখানে এই সুযোগ নেই বললেই চলে। আটটি দলকে দুটো গ্রুপে রাখা হয়েছে। চার দলের মধ্যে দুটি করে দল সেমিফাইনালে। গ্রুপ পর্বে মাত্র তিনটি ম্যাচ। একটি হারেও ছিটকে যাওয়ার সম্ভাবনা। ভুলের কোনও সুযোগ নেই। আর বড় টুর্নামেন্ট যখন, বিরাট কোহলিকে নিয়ে আলোচনা হবেই। তাঁকে নিয়ে যেমন আশা রয়েছে, তেমনই আশঙ্কাও। কী কারণে এমন মনে করা হচ্ছে? বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলি এমনই...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন