Faf du Plessis: সুপার কিংসে কামব্যাক ফাফ ডু’প্লেসির, সামলাবেন ক্যাপ্টেনের দায়িত্ব
Major League Cricket : আইপিএলে পরপর ২ বছর আরসিবির হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন ফাফ। কিন্তু দলকে চ্যাম্পিয়ন বানাতে পারেননি। এই পরিস্থিতিতে তাঁর কামব্যাক হল সুপার কিংসে। আইপিএলে আরসিবিতে ব্যর্থ হয়েই কি সুপার কিংসে ফিরলেন ডু'প্লেসি? আসলে মেজর লিগ ক্রিকেটে সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে ফাফকে।
কলকাতা : ফের সুপার কিংসের জার্সি চাপিয়ে খেলবেন প্রোটিয়া তারকা ফাফ ডু’প্লেসি (Faf du Plessis)। দীর্ঘদিন আইপিএলে চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে খেলেছেন ডু’প্লেসি। ইয়েলোব্রিগেডে থাকাকালীন ডু’প্লেসি চ্যাম্পিয়নও হয়েছিলেন। তবে গত বারের আইপিএলের নিলামে তাঁকে কিনে নেয় আরসিবি (RCB)। এরপর বিরাট কোহলির দল ডু’প্লেসির কাঁধে অধিনায়কের দায়িত্বও তুলে দেয়। আইপিএলে পরপর ২ বছর আরসিবির হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন ফাফ। কিন্তু দলকে চ্যাম্পিয়ন বানাতে পারেননি। এই পরিস্থিতিতে তাঁর কামব্যাক হল সুপার কিংসে। আইপিএলে আরসিবিতে ব্যর্থ হয়েই কি সুপার কিংসে ফিরলেন ডু’প্লেসি? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
কারণ যাই হোক না কেন, সুপার কিংসে ডু’প্লেসির ফেরার খবরে ইয়েলোব্রিগেডের ফ্যানেরা বেশ খুশি। কিন্তু আরসিবির ফ্যানেদেরও হতাশ হওয়ার প্রয়োজন নেই। আসলে আইপিএলে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন টি-২০ লিগে সুপার কিংস দলের হয়ে খেলতে চলেছেন ডু’প্লেসি। শুধু তাই নয়, এমএলসিতে টেক্সাস সুপার কিংসের ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।
No c a p tion needed! ?@faf1307 @MLCricket #yellovetexas #MajorleagueCricket #WhistleForTexas pic.twitter.com/2X0yUkBNY7
— Texas Super Kings (@TexasSuperKings) June 16, 2023
একদিক থেকে সুপার কিংসে রিইউনিয়ন হল ফাফ ডু’প্লেসির। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে না খেললেও, এসএ২০ লিগে সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজির হলে খেলেন প্রোটিয়া তারকা। দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে জোবার্গ সুপার কিংস দলকে নেতৃত্ব দেন ডু’প্লেসি। এ বার মার্কিন মুলুকের নতুন টি-২০ লিগেও ডু’প্লেসির উপর ভরসা রাখল সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। আইপিএলে না হলেও এ বার এমএলসিতে ফের ফাফ ডু’প্লেসি ও ডেভন কনওয়ের ওপেনিং জুটিকে দেখতে পাবেন ইয়েলব্রিগেডের ভক্তরা। ১৪-৩১ জুলাই অবধি চলবে মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্ট। টেক্সাস সুপার কিংস এমএলসিতে প্রথম সংস্করণের জন্য এমন কিছু ক্রিকেটারদের বেছে নিয়েছে যাঁরা আগেও ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। অম্বাতি রায়ডু এ বারের আইপিএলের ফাইনালের দিন অবসর ঘোষণা করেছিলেন। কিন্তু তিনি খেলবেন এমএলসিতে। নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, দক্ষিণ আফ্রিকার জেরল্ড কটজেও খেলবেন টিএসকের হয়ে।