IND vs WI : মিলল না বিমানের টিকিট, তিন দেশ ঘুরে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছবে ভারতীয় দল!

আগামী ১২ জুলাই থেকে শুরু ভারতীয় দলের পূর্ণাঙ্গ ওয়েস্ট ইন্ডিজ সফর। তার জন্য তিনটি দেশ ঘুরে ক্যারিবিয়ানে পৌঁছবে ভারতীয় দল।

IND vs WI : মিলল না বিমানের টিকিট, তিন দেশ ঘুরে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছবে ভারতীয় দল!
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2023 | 7:18 PM

কলকাতা : ছুটি শেষ। ফের একবার ন্যাশনাল ডিউটিতে নেমে পড়তে হবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। আগামী ১২ জুলাই থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত পূর্ণাঙ্গ সিরিজ। দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওডিআই এবং পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। সময় হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজ রওনা দিয়েছেন টিম ইন্ডিয়ার সদস্যরা (West Indies vs India)। বৃহস্পতিবার রাতে ক্যারিবিয়ানের সফরের জন্য বিমানে চেপেছে প্রথম ব্যাচ। তবে তিনটি দেশ ঘুরে তবেই ব্রায়ান লারাদের দেশে পৌঁছবেন মহম্মদ সিরাজ, কেএস শ্রীকান্তরা। একঝাঁক ক্রিকেটারের জন্য এক বিমানে টিকিট জোগাড় করতে পারেনি বিসিসিআই। যে কারণে ক্যারবিয়ান সফরে যাওয়া ভারতীয় দলের প্রথম ব্যাচ দেশটিতে পৌঁছবে আমেরিকা, লন্ডন এবং নেদারল্যান্ডস হয়ে! বিস্তারিত রইল TV9 Bangla Sports –র এই প্রতিবেদনে।

ভারত থেকে ওয়েস্ট ইন্ডিজ যাওয়া প্রথম ব্যাচে নেই দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। জানা গিয়েছে রোহিত প্যারিস থেকে এবং বিরাট লন্ডন থেকে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছবেন। রোহিত পরিবারের সঙ্গে প্যারিসে ছুটি কাটাচ্ছিলেন। বিরাটও লন্ডনে রয়েছেন। তবে এই দুই সিনিয়র ক্রিকেটার এখনই ক্যারিবিয়ানে যাবেন কি না তা স্পষ্ট নয়। যতদূর জানা গিয়েছে, তাঁরা দু’জন আগামী সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছবেন।

দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ভারতের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। ভারতের ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। তাই এই সিরিজের গুরুত্ব রয়েছে। ভারত সবেমাত্র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে। ওয়েস্ট ইন্ডিজ শেষবার টেস্ট ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দুটি দল শেষবার লাল বলের ফরম্যাটে মুখোমুখি হয়েছিল ২০১৯ সালে। যেখানে ২-০ ব্যবধানে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে ভারত। এ বার ধারে ভারে রোহিত শর্মারা এগিয়ে। তবে পেস আক্রমণে মহম্মদ সামি, জসপ্রীত বুমরার মতো অভিজ্ঞদের অভাব অনুভব করবে ভারত। সামিকে এই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে। বুমরার এখন রিহ্যাব চলছে।