Ted Dexter: ক্রিকেটদুনিয়ার নক্ষত্রপতন, প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক টেড ডেক্সটার

টেডের প্রয়াণে শোকের ছায়া ক্রিকেটদুনিয়ায়।

Ted Dexter: ক্রিকেটদুনিয়ার নক্ষত্রপতন, প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক টেড ডেক্সটার
Ted Dexter: ক্রিকেটদুনিয়ার নক্ষত্রপতন, প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক টেড ডেক্সটার (সৌজন্যে-আইসিসি টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2021 | 3:42 PM

প্রয়াত হলেন ইংল্যান্ডের (England) প্রাক্তন অধিনায়ক (captain) ও কিংবদন্তি ক্রিকেটার টেড ডেক্সটার (Ted Dexter)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (Marylebone Cricket Club) তরফে এক বিবৃতিতে তাঁর মৃত্যু সংবাদ জানানো হয়। বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর বুধবার উলভারহ্যাম্পটনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টেড ডেক্সটার। এমসিসির (MCC) প্রাক্তন প্রেসিডেন্ট টেডের প্রয়াণে তাঁরা গভীরভাবে শোকাহত।

ইংল্যান্ডের হয়ে তিনি ৬২টি টেস্টে খেলেছিলেন। যার মধ্যে ৩০টি টেস্টে তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর সময়ের একজন সেরা ব্যাটসম্যান ছিলেন টেড। তাঁর টেস্ট কেরিয়ারে ৪৭.৮৯ গড়ে সংগ্রহ ৪৫০২ রান। যার মধ্যে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ২৭টি হাফ সেঞ্চুরি। ব্যাট হাতেই দাপট দেখাতেন না টেড। তাঁর ঝুলিতে রয়েছে ৬৬টি উইকেট।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও তিনি ক্রিকেটের সঙ্গে জড়িয়ে ছিলেন। ইংল্যান্ড জাতীয় দলের নির্বাচকের ভূমিকাও পালন করেছেন তিনি। ক্রিকেটে মাঠের বাইরে তাঁর অবদানও ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে কলিন কাউড্রির সঙ্গে স্পিরিট অব ক্রিকেট নিয়ে তিনি যে কাজ করেছেন তা তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। তাঁর নিজের জনসংযোগ এজেন্সির মাধ্যমে, তিনি ক্রিকেটে ডিজিটাল প্রযুক্তি বিপ্লবের কাজে যুক্ত হয়েছিলেন। ক্রিকেটে তাঁর অবদানের জন্য এই বছরের শুরুতে তাঁকে ‘আইসিসি ক্রিকেট হল অফ ফেমে’ (ICC Cricket Hall of Fame) অন্তর্ভুক্ত করা হয়েছিল। টেডের প্রয়াণে শোকের ছায়া ক্রিকেটদুনিয়ায়।

শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও। টুইটারে তাদের তরফে লেখা হয়েছে, “ক্রিকেটবিশ্বের জন্য দুঃসংবাদ। ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন ইংল্যান্ডের কিংবদন্তি টেড ডেক্সটার। তাঁর সময়ের সেরা ব্যাটসম্যান ছিলেন তিনি।”

আরও পড়ুন: IND vs ENG 3rd Test Day 2 Live: বিরাটদের আরও চাপে ফেলতে নামছে রুটরা