ICC ODI World Cup 2023: এ বার খেলোয়াড়দের হাতে দেওয়া হোক ক্রিকেট, প্রাক্তন পাক কিংবদন্তির আর্জি
Zaheer Abbas: তুমুল বিতর্ক চলছে পাকিস্তান টিম নিয়ে। হারের জন্য দায়ী করা হয়েছে ক্যাপ্টেন বাবরকে। তাঁর চাকরি যাচ্ছে, এমনটাও প্রচার করা হয়েছে। বলা হচ্ছে, নতুন নেতাও নাকি বেছে ফেলেছে পিসিবি। এতেই শেষ নয়, একঝাঁক সিনিয়র প্লেয়ারও চাপে। তাঁরা পারফর্ম করতে পারেননি কেন, তা নিয়েও কথা উঠছে। এ সব বিতর্কের মধ্যেই আবার জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান ইনজামাম উল হক পদত্যাগ করেছেন।
করাচি: ঘুরে ফিরে আলোচনায় সেই রাজনীতি! জন্মলগ্ন থেকে যা নিয়ন্ত্রণ করেছে ক্রিকেটকে। আজও যার প্রভাব থেকে বেরোতে পারেনি পাকিস্তান ক্রিকেট। কখনও পারবে, এই প্রশ্ন এর আগেও উঠেছে। বিশ্বকাপের টানা চার ম্যাচে হারের পর আবার উঠছে। পাকিস্তানে ক্রিকেট চালান ক্ষমতায় থাকা সরকার ঘনিষ্ঠ কেউ। জাকা আশরফের ক্ষমতায় আসা সে ভাবেই। সাম্প্রতিককালে একমাত্র রামিজ রাজাই ছিলেন ব্যতিক্রম। তাঁকে সরে যেতে হয়েছে। ক্রিকেট বোধ না থাকা কেউ কেন দিনের পর দিন পিসিবির (PCB) চেয়ারম্যান পদে থাকবেন, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন জাহির আব্বাসের (Zaheer Abbas) মতো কিংবদন্তি। বিশ্বকাপে ব্যর্থতার পর যাঁরা বাবর আজমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, তাঁদের উল্টো স্রোতে হেঁটে আব্বাস ঢিল মেরেছেন মৌচাকে। কী বলছেন তিনি? TV9Bangla Sportsএ বিস্তারিত।
মঙ্গলবার ইডেনে বাংলাদেশকে দুরমুশ করে জিতেছে বাবরের টিম। তাতেও শেষ চারের স্বপ্ন দেখা মুশকিল। অনেক অঙ্ক মিললে তবেই সেমিফাইনালে যেতে পারবে পাকিস্তান। তারই মধ্যে জাহির আব্বাস বলে দিচ্ছেন, ‘পছন্দের লোক যতদিন পাকিস্তানের ক্রিকেট চালাবে, ততদিন এমনই হাল হবে। ঈশ্বরের দোহাই, এ বার খেলোয়াড়দের হাতে ক্রিকেটটা দেওয়া হোক।’
তুমুল বিতর্ক চলছে পাকিস্তান টিম নিয়ে। হারের জন্য দায়ী করা হয়েছে ক্যাপ্টেন বাবরকে। তাঁর চাকরি যাচ্ছে, এমনটাও প্রচার করা হয়েছে। বলা হচ্ছে, নতুন নেতাও নাকি বেছে ফেলেছে পিসিবি। এতেই শেষ নয়, একঝাঁক সিনিয়র প্লেয়ারও চাপে। তাঁরা পারফর্ম করতে পারেননি কেন, তা নিয়েও কথা উঠছে। এ সব বিতর্কের মধ্যেই আবার জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান ইনজামাম উল হক পদত্যাগ করেছেন। যা নিয়েও অগ্নিগর্ভ পরিস্থিতি। আব্বাস বলে দিচ্ছেন, ‘সারা বিশ্বে এমন উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। টিম যখন বিশ্বকাপ খেলছে, তখন কেউ একজন পদত্যাদ করছে!’
পাকিস্তান এমনই। জিতলে সব ভালো। হারলেই শুরু বিতর্ক। ড্রেসিংরুমে শুরু হয়ে যায় ঝামেলা। ঘেঁটে যায় সিনিয়র-জুনিয়র সমীকরণ। বাবরের টিমেও তাই হয়েছে। শেষ চারে উঠতে না পারলে তার জের পাক ক্রিকেটে থেকে যাবে অনেক দিন। নেতৃত্ব নতুন যেই আসুন না কেন, পাক ক্রিকেটের চেহারা বদলাবে না!