Heath Streak dies : আর গুজব নয়, সত্যিই চলে গেলেন কিংবদন্তি অলরাউন্ডার হিথ স্ট্রিক

তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। এ বার আর গুজব নয়, রবিবার ৪৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন জিম্বাবোয়ের ক্রিকেট লেজেন্ড হিথ স্ট্রিক।

Heath Streak dies : আর গুজব নয়, সত্যিই চলে গেলেন কিংবদন্তি অলরাউন্ডার হিথ স্ট্রিক
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2023 | 1:38 PM

কলকাতা : সপ্তাহ দুয়েক আগে ছড়িয়ে পড়েছিল তাঁর মৃত্যুর ভুয়ো খবর। বেঁচে আছেন সেই খবর নিজেই জানিয়েছিলেন। বেঁচে থাকলেও জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। তবে এ বার আর গুজব নয়, সত্যিই চলে গেলেন জিম্বাবোয়ের কিংবদন্তি অলরাউন্ডার হিথ স্ট্রিক (Heath Streak)। মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। কোলন এবং লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি। শরীর একেবারেই ভেঙে পড়েছিল। হিথের স্ত্রী নাদিন স্ট্রিক জানিয়েছেন, রবিবার ভোরবেলা মৃত্যু হয়েছে প্রাক্তন ক্রিকেটারের। ফেসবুকে প্রয়াত ক্রিকেটারের সঙ্গে কাটানো শেষ জীবনের একগুচ্ছ ছবি দিয়ে পোস্ট করেছেন তিনি। জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার হেনরি ওলঙ্গা এদিন শুধু লেখেন, “RIP Steaky।” সপ্তাহ দুয়েক আগে তাঁর টুইটের কারণে হিথের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

১০০টিরও বেশি টেস্ট উইকেট নেওয়া জিম্বাবোয়ের প্রথম বোলার হলেন হিথ স্ট্রিক। নিজের সময়ের সেরা অলরাউন্ডার ছিলেন হিথ। জিম্বাবোয়ের হয়ে ৬৫টি টেস্ট, ১৮৯টি ওডিআই ম্যাচে যথাক্রমে ১৯৯০ এবং ২৯৪৩ রান করেছেন। ১৯৯৩ সালে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন। টেস্ট ফরম্যাটে ২১৬টি উইকেট এবং ওডিআইতে নিয়েছেন ২৩৯টি উইকেট। দুই ফরম্যাটেই এখনও পর্যন্ত জিম্বাবোয়ের সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলার হলেন হিথ স্ট্রিক। এর পাশাপাশি দুটো ফরম্যাটে ২০০ বা তার বেশি উইকেট নেওয়া একমাত্র বোলার তিনি। দুটি ফরম্যাটেই এক হাজার রান ও ১০০টি উইকেট নেওয়া ক্রিকেটার হিথ স্ট্রিক। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত জিম্বাবোয়ের অধিনায়ক ছিলেন তিনি।

আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানার পর কোচিংয়ে মনোযোগ দেন হিথ স্ট্রিক। জিম্বাবোয়ে, স্কটল্যান্ড এবং বাংলাদেশের জাতীয় দলে কোচিং করিয়েছেন। আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট লায়ন্সের সঙ্গে যুক্ত ছিলেন।