India’s World Cup Squad : মধ্যরাতে চূড়ান্ত ভারতের বিশ্বকাপ স্কোয়াড, চাহাল-স্যামসন কি জায়গা পেলেন?

BCCI : নির্বাচকরা ২০২৩ ওডিআই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল চূড়ান্ত করেছে। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ার পর অধিনায়ক রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচক অজিত আগরকর। এরপর চূড়ান্ত হয় বিশ্বকাপের স্কোয়াড।

India's World Cup Squad : মধ্যরাতে চূড়ান্ত ভারতের বিশ্বকাপ স্কোয়াড, চাহাল-স্যামসন কি জায়গা পেলেন?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2023 | 10:27 AM

কলকাতা : চূড়ান্ত হয়ে গিয়েছে ভারতের ওডিআই বিশ্বকাপ স্কোয়াড। শনিবার গভীর রাতে বিসিসিআইয়ের জাতীয় নির্বাচন কমিটি ১৫ সদস্যের স্কোয়াড বেছে নিয়েছে। বিশ্বকাপের দল বেছে নিতে মুখ্য নির্বাচক অজিত আগরকর শ্রীলঙ্কা গিয়েছেন। শনিবারের ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির কারণে ম্যাচ অমীমাংসিত থেকে যায়। দুটি দলকে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের অনেক আগেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচক অজিত আগরকর। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, বাছাই করা ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছেন কিপার ব্যাটার কেএল রাহুল। তিনি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আজ, রবিবারই দল ঘোষণা করে দিতে পারে বিসিসিআই। বিশ্বকাপের জন্য দল ঘোষণার সময়সীমা ৫ সেপ্টেম্বর। শেষদিনেও ঘোষিত হতে পারে দল। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

১৭ জনের স্কোয়াড নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছে ভারতীয় দল। ব্যাকআপ হিসেবে দলে ছিলেন সঞ্জু স্যামসন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সঞ্জু ছাড়াও এশিয়া কাপের দলে থাকা তিলক ভার্মা এবং প্রসিধ কৃষ্ণও বিশ্বকাপ স্কোয়াডে নেই। প্রসিধ কৃষ্ণ চোট পাওয়ার আগে ওডিআই টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। কিন্তু তাঁর অনুপস্থিতিতে মহম্মদ সিরাজ দলে তাঁর জায়গা মজবুত করে ফেলেন। তাই বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই হয়নি প্রসিধের।

এদিকে ওডিআইতে ক্রমাগত খারাপ ফর্ম থাকা সত্ত্বেও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সূর্যকুমার যাদব। ওডিআইতে সূর্যের গড় ২৫-এর কম। এর পাশাপাশি, অক্ষর প্যাটেলকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলে আছেন ঈশান কিষাণও। পাঁচ নম্বরে খেলতে নেমে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ঈশান। পেস বিভাগে জসপ্রীত বুমরার সঙ্গে দেখা যাবে মহম্মদ সামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুরকে। একই সঙ্গে দলে একমাত্র স্পিনার হিসেবে থাকবেন কুলদীপ যাদব। এশিয়া কাপের পর বিশ্বকাপ স্কোয়াডেও ঠাঁই হয়নি যুজবেন্দ্র চাহালের!

ওডিআই বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড (সম্ভাব্য) : রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, ঈশান কিষাণ (উইকেটকিপার), লোকেশ রাহুল (উইকেটকিপার), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব এবং মহম্মদ সামি