India vs South Africa: ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের সাত বিতর্ক ও সেরা মুহূর্ত
IND vs SA, Top 7 Moments: যাঁরা মনে করেন টেস্ট ক্রিকেট মানেই ঘুম পাড়ানি, তাঁদের জন্য অন্যতম সেরা উদাহরণ ভারত-দক্ষিণ আফ্রিকা জো-বার্গ টেস্ট। ২০১৩ সাল। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বিরাট কোহলির সেঞ্চুরি সত্ত্বেও ভারত অলআউট ২৮০ রানেই। প্রোটিয়াদের মাত্র ২৪৪ রানেই অলআউট করে ভারত। দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারার ১৫৩, বিরাটের ৯৬ রানের সৌজন্যে ৪২১ রান করে ভারত। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ৪৫৮। তারপর...

Image Credit source: X
কলকাতা: রেনবো নেশন। বাংলায় সাতটি রংকে সহজে মনে রাখার পন্থা ‘বেনিয়াসহকলা’। স্কুলে এ ভাবেই শেখানো হত। রংধনুর দেশ দক্ষিণ আফ্রিকা। তাদের বিরুদ্ধে সিরিজে যেমন স্মরণীয় কিছু মুহূর্ত রয়েছে, তেমনই বিতর্কও। দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি, ওয়ান ডে সিরিজ শেষে এ বার টেস্টের পালা। ২৬ ডিসেম্বর শুরু বক্সিং ডে টেস্ট। টি-টোয়েন্টি সিরিজে যুগ্মবিজয়ী ভারত। ওয়ান ডে সিরিজ অবশ্য ভারত একক ভাবেই জিতেছে। লক্ষ্য টেস্ট সিরিজ জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত কখনও টেস্ট সিরিজ জেতেনি। এর মাঝে ফিরে দেখা ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের বিতর্ক ও মুহূর্ত। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বেনিয়াসহকলা–
- ডাবল উচ্ছ্বাস-পুরুষদের ওয়ান ডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি ভারতের কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকরের সৌজন্যেই। মাস্টার ব্লাস্টার সেই ডাবল সেঞ্চুরি করেছিলেন প্রোটিয়াদের বিরুদ্ধেই। গ্বালিয়রে ২০১০ সালে ডাবল সেঞ্চুরি করেছিলেন সচিন।
- জো’বার্গ থ্রিলার- যাঁরা মনে করেন টেস্ট ক্রিকেট মানেই ঘুম পাড়ানি, তাঁদের জন্য অন্যতম সেরা উদাহরণ ভারত-দক্ষিণ আফ্রিকা জো-বার্গ টেস্ট। ২০১৩ সাল। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বিরাট কোহলির সেঞ্চুরি সত্ত্বেও ভারত অলআউট ২৮০ রানেই। প্রোটিয়াদের মাত্র ২৪৪ রানেই অলআউট করে ভারত। দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারার ১৫৩, বিরাটের ৯৬ রানের সৌজন্যে ৪২১ রান করে ভারত। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ৪৫৮। ফাফ ডুপ্লেসির ৩০৯ বলে ১৩৪ রান এবং এবি ডিভিলিয়ার্সের ১০৩ রানের অনবদ্য ইনিংস। শেষ অবধি দক্ষিণ আফ্রিকা ইনিংস শেষ হয় ৪৫০-৭ স্কোরে! রুদ্ধশ্বাস ম্যাচ অমীমাংসিতই থাকে।
- গড়াপেটা কান্ড-সালটা ২০০০। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে গড়াপেটার ছায়া। এতে নাম জড়ায় তৎকালীন প্রোটিয়া অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের। পরবর্তীতে একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় হ্যান্সি ক্রোনিয়ের।
- বল বিকৃতি কান্ডে জড়িয়েছিল মাস্টারের নাম- পোর্ট এলিজাবেথ টেস্টে বল বিকৃতি কান্ডে জড়িয়েছিল মাস্টারব্লাস্টারের নাম। ২০০১ সালে সেই সফরে সচিনের পাশাপাশি জড়িয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেওয়াগের নামও।
- পুরো দেশ বনাম এগারো-ভারতীয় দলের গত দক্ষিণ আফ্রিকা সফরের ঘটনা। রবিচন্দ্রন অশ্বিনের বলে তৎকালীন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে আউট দেন অনফিল্ড আম্পায়ার মারিয়া এরাসমাস। যদিও ডিআরএসে সেই সিদ্ধান্ত বদলান তৃতীয় আম্পায়ার। যা দেখে এরাসমাসও অবাক। ঘটনায় প্রবল ক্ষুব্ধ ভারতীয় শিবির। স্টাম্প মাইকে ধরা পড়ে লোকেশ রাহুল বলছিলেন, ‘এগারো জনের বিরুদ্ধে পুরো দেশ খেলছে’। ব্রডকাস্টার সুপার স্পোর্টসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতেই এ কথা বলেন রাহুল।
- ভারতের ঐতিহাসিক জয়-দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় দল প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় ২০০৬-০৭ সিরিজে। সে বার সিরিজের প্রথম টেস্ট ১২৩ রানে জেতে ভারত। এরপরও দক্ষিণ আফ্রিকায় টেস্ট ম্যাচ জিতেছে ভারত। তবে টেস্ট সিরিজ জয় এখনও অধরা।
- কোহলি যখন বিরাট- ভারতীয় দলের ২০১৭-১৮ দক্ষিণ আফ্রিকা সফরে অনবদ্য পারফর্ম করেছিলেন বিরাট কোহলি। ১৮৬ ব্যাটিং গড়ে ৫৮৮ রান করেন কিং কোহলি।

গ্রীষ্মকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত?

হতে পারে আর্থিক ক্ষতি? বলে দেবে লাল না কালো, তুলসী গাছে কোন পিঁপড়ের বাস?

অর্থকষ্ট দূর করতে রান্নাঘরে রাতে রাখুন এই একটি জিনিস

পুজোর মাঝে হঠাৎ নিভল প্রদীপ? এমন ঘটনা দিচ্ছে শুভ না অশুভের ইঙ্গিত?

নুন ছাড়া খাবারে স্বাদ মেলা ভার, রোজ কতটা লবণ খাওয়া উচিত জানেন?

প্রত্যেক সপ্তাহে করতে হবে এই কাজ, UPI লেনদেন নিয়ে বড় নির্দেশ দিল NPCI