ICC World Cup 2023: ভারতের জন্য ‘অপয়া’ রিচার্ড কেটেলবরোই কি ফাইনালে কাঁটা হবে?
IND vs AUS, ICC ODI World Cup: রবিবারের মেগা ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কাপ জেতার শেষ লড়াই। একইসঙ্গে এই ম্যাচ ভারতের কাছে বদলা নেওয়ার পর। ২০ বছর পর বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। তাতে কি ট্রফি জয়ের মাঝে কাঁটা হতে পারেন ভারতের জন্য 'অপয়া' রিচার্ড কেটেলবরো (Richard Kettleborough)?
আমেদাবাদ: বিশ্বকাপ (ICC World Cup 2023) নিয়ে যত হইহই চলছে, আগামিকালই তার থেকে দশগুণ উত্তেজনা ছড়াবে ক্রিকেট প্রেমীদের মধ্যে। রবিবারের মেগা ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কাপ জেতার শেষ লড়াই। একইসঙ্গে এই ম্যাচ ভারতের কাছে বদলা নেওয়ার পর। ২০ বছর পর বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। তাতে কি ট্রফি জয়ের মাঝে কাঁটা হতে পারেন ভারতের জন্য ‘অপয়া’ রিচার্ড কেটেলবরো (Richard Kettleborough)? কারণ, আইসিসির পক্ষ থেকে ফাইনাল ম্যাচের জন্য যে আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে রয়েছে আম্পায়ার রিচার্ড কেটেলবরোর নাম। তাঁর নাম আম্পায়ারদের তালিকায় দেখার পর থেকে নেটিজ়েনরা ভ্রু কুঁচকেছেন। অনেকেই ভয়ও পাচ্ছেন। কারণ, একটাই। এর আগে বিশ্বমঞ্চে ৫ বার ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ার ছিলেন রিচার্ড কেটেলবরো। প্রতিটি ম্যাচই ভারত হেরেছে। এ বার সেই পরিসংখ্যান কি বদলাতে পারবে ভারত? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এক ঝলকে দেখে নিন বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারদের তালিকা ও ম্যাচ অফিসিয়ালদের তালিকা —
- অন ফিল্ড আম্পায়ার – রিচার্ড ইলিংওর্থ (ইংল্যান্ড) ও রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড)
- ম্যাচ রেফারি – অ্যান্ডি পাইক্রফট (জিম্বাবোয়ে)
- তৃতীয় আম্পায়ার – জোয়েল উইলসন
- চতুর্থ আম্পায়ার – ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড)
বিশ্বমঞ্চে ছ’বার রিচার্ড কেটেলবরো গাঁট পেরোতে পারেনি ভারত। শুরুটা হয়েছিল ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে। সে বার আম্পায়ার ছিলেন রিচার্ড কেটেলবরো। শ্রীলঙ্কার কাছে ভারত হেরেছিল ওই ম্যাচ। এরপর ২০১৫ সালের ওডিআই বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। ওই ম্যাচেও আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন রিচার্ড। এরপর ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে হেরেছিল টিম ইন্ডিয়া। সেই তখন থেকেই রিচার্ডকে ভারতের সমর্থকরা অপয়া বলা শুরু করেন। এরপর ২০১৭ চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হারে ভারত এবং ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারে ভারত। এই দুই ম্যাচেও আম্পায়ার ছিলেন রিচার্ড কেটেলবরো। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও আম্পায়ারের দায়িত্বে ছিলেন রিচার্ড কেটেলবরো।
ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে রিচার্ড কেটেলবরো আম্পায়ারের দায়িত্বে রয়েছেন। এই খবর পাওয়ার পর নেটদুনিয়ায় মিমের বন্যা বয়ে চলেছে। সোশ্যাল মিডিয়া সাইট X এ একজন লিখেছেন, ‘হে ভগবান, এই মানুষটা কেন ভারতে?’
Hey Bhagwan, why is this guy still here in India? He should have left with the English team by now, right? 😉#RichardKettleborough #INDvsAUS #WorldcupFinal #NarendraModiStadium pic.twitter.com/vMh9pYcmcg
— Sann (@san_x_m) November 17, 2023
নেটদুনিয়ায় অনেকে ইংল্যান্ডের আম্পায়ার রিচার্ড কেটেলবরোকে ভারতের জন্য ‘অপয়া’ বলে দুষছেন।
Richard kettleborough in the finals pic.twitter.com/6FVr1h7vYt
— memes_hallabol (@memes_hallabol) November 17, 2023
Richard Kettleborough nahi re 😭😭 pic.twitter.com/UBbiPU1tZa
— अजय कुल्हरी (@ajay__kulhari) November 17, 2023