Ranji Trophy 2024: দুরন্ত বোলিংয়ে শেষ পঞ্জাব, আবার সুপারহিট জাডেজা
Priyajitsing Jadeja: জাডেজা নাম শুনলেই ক্রিকেট প্রেমীদের মাথায় প্রথমেই আসে ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার কথা। এ বারের রঞ্জিতে জাদু দেখাচ্ছেন জাডেজা। অবশ্য তিনি রবীন্দ্র জাডেজা নন। কথা হচ্ছে গুজরাটের প্রিয়জিৎ সিং জাডেজাকে নিয়ে। তিনি স্পিনার নন, জোরে বোলার। শোরগোল ফেলে দিয়েছেন এই জাডেজা।
কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy 2024) ষষ্ঠ রাউন্ডের ম্যাচ শেষ হয়েছে। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গুজরাট ও পঞ্জাব। ঘরের মাঠে গুজরাটের জাডেজার দাপুটে বোলিংয়ের সুবাদে হারের মুখ দেখতে হয়েছে পঞ্জাবকে। জাডেজা নাম শুনলেই ক্রিকেট প্রেমীদের মাথায় প্রথমেই আসে ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার কথা। এ বারের রঞ্জিতে জাদু দেখাচ্ছেন জাডেজা। অবশ্য তিনি রবীন্দ্র জাডেজা নন। তিনি বর্তমানে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলার প্রস্তুতি নিচ্ছেন। তাই এখানে কথা হচ্ছে গুজরাটের প্রিয়জিৎ সিং জাডেজাকে (Priyajitsing Jadeja) নিয়ে। তিনি স্পিনার নন, জোরে বোলার। শোরগোল ফেলে দিয়েছেন এই জাডেজা।
২৫ বছর বয়সী প্রিয়জিৎ সিং জাডেজার এ বছরের জানুয়ারিতে রঞ্জি ডেবিউ হয়েছে। সৌরাষ্ট্রের জামনগরের ছেলে গুজরাটের হয়ে এখনও অবধি তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তাতে নিয়েছেন ১৭টি উইকেট। অ্যাওয়ে ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে দুই ইনিংসে ৫টি করে উইকেট নিয়ে মোট ১০টি উইকেট ঝুলিতে ভরেছেন প্রিয়জিৎ সিং জাডেজা। এই নজরকাড়া বোলিং পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন তিনি।
পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৫.৫ ওভার বল করে ৩টি মেডেনসহ ৬০ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন প্রিয়জিৎ সিং জাডেজা। তাঁর দাপুটে বোলিংয়ের সুবাদে ২১৯ রানে প্রথম ইনিংসে আটকে যায় পঞ্জাব। তার আগে অবশ্য টস হেরে প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে ৩৩৯ রানে অলআউট হয় গুজরাট। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৯০ রান তুলে ডিক্লেয়ার করে দেয় গুজরাট।
Spectacular performance from Priyajitsinh Jadeja 🙌🙌
A 1⃣0⃣-wicket haul in the match 🔥
Relive 📽️ his superb spell so far in the second innings 🔽@IDFCFIRSTBank | #RanjiTrophy | #PUNvGUJ
Scorecard ▶️ https://t.co/xtg11z49Je pic.twitter.com/JZ3VsqQVUj
— BCCI Domestic (@BCCIdomestic) February 12, 2024
ঘরের মাঠে দ্বিতীয় ইনিংসে ১১১ রানে অলআউট হয়ে যায় পঞ্জাব। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও প্রিয়জিৎ সিং জাডেজার দাপুটে বোলিং দেখা যায়। তিনি পঞ্জাবের দ্বিতীয় ইনিংসে ১৪ ওভার বল করে ৩৯ রান দিয়ে ৫টি উইকেট ঝুলিতে ভরেছেন। শেষ অবধি ওই ম্যাচ গুজরাট জিতেছে ২৯৯ রানের বিরাট ব্যবধানে।
𝐆𝐮𝐣𝐚𝐫𝐚𝐭 𝐖𝐢𝐧! 👏👏
A brilliant performance from the Chintan Gaja-led side as they beat Punjab by 299 runs to achieve a crucial win👌👌
Priyajitsinh Jadeja stars with 5/39 💪@IDFCFIRSTBank | #RanjiTrophy | #PUNvGUJ
Scorecard ▶️ https://t.co/xtg11z49Je pic.twitter.com/Ga0b5iCjFE
— BCCI Domestic (@BCCIdomestic) February 12, 2024