Harmanpreet Kaur: বিগ ব্যাশে টিম পেলেন না ভারত অধিনায়ক হরমনপ্রীত!

Women's Big Bash League: হ্যারি টিমই পেলেন না! মেয়েদের বিগ ব্যাশ লিগে ড্রাফ্টের আগেই ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানাকে সই করিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাডিলেড স্ট্রাইকার্স। সব মিলিয়ে ছয় ভারতীয় ক্রিকেটারকে বিগ ব্যাশে দেখা যাবে।

Harmanpreet Kaur: বিগ ব্যাশে টিম পেলেন না ভারত অধিনায়ক হরমনপ্রীত!
Image Credit source: PTI, FILE
Follow Us:
| Updated on: Sep 01, 2024 | 8:26 PM

আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম তারকা। বিগ হিটার। ভারতীয় দলের অধিনায়ক। কিন্তু এ বারের বিগ ব্যাশ লিগের ড্রাফ্টে অবিক্রীতই থেকে গেলেন হরমনপ্রীত কৌর। যা চমকে দেওয়ার মতোই। বিশ্ব ক্রিকেটে তাঁর মতো কার্যকরী ক্রিকেটার খুব কমই আছেন। অথচ হ্যারি টিমই পেলেন না! মেয়েদের বিগ ব্যাশ লিগে ড্রাফ্টের আগেই ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানাকে সই করিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাডিলেড স্ট্রাইকার্স। সব মিলিয়ে ছয় ভারতীয় ক্রিকেটারকে বিগ ব্যাশে দেখা যাবে।

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আরব আমির শাহিতে বসছে বিশ্বকাপের আসর। এরপর বিগ ব্যাশ। ড্রাফ্টে নজর ছিল ভারতের ১৯ ক্রিকেটারের উপর। বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকেই রেজিস্টার করিয়েছিলেন এই টুর্নামেন্টের জন্য। হরমনপ্রীত কৌর অতীতে বিগ ব্যাশে খেলেছেন। এ বার হল না। স্মৃতিকে আগে সই করানো ছাড়াও ড্রাফ্টে পাঁচ ভারতীয় ক্রিকেটার দল পেলেন। তাঁরা হলেন-স্পিন বোলিং অলরাউন্ডার দীপ্তি শর্মা, কিপার-ব্যাটার যস্তিকা ভাটিয়া, জেমাইমা রডরিগজ, শিখা পান্ডে, দয়ালান হেমলতা।

উইমেন্স প্রিমিয়ার লিগ এবং সদ্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এক টিমে খেলেছেন শিখা পান্ডে ও জেমাইমা রডরিগজ। বিগ ব্যাশেও এক টিমে খেলবেন তাঁরা। মেলবোর্ন স্টার্স সই করিয়েছে দীপ্তি শর্মা ও যস্তিকা ভাটিয়াকে। অ্যাডিলেড স্ট্রাইকার আগেই নিয়েছিল স্মৃতিকে। ব্রিসবেন হিটে খেলতে দেখা যাবে জেমাইমা রডরিগজ ও শিখা পান্ডেকে। পার্থ স্কর্চার্স নিয়েছে দয়ালান হেমলতাকে।

এই খবরটিও পড়ুন

শুধু হরমনপ্রীত কৌরই নন, অবাক করা বিষয় ভারতের দুই বিধ্বংসী ব্যাটার শেফালি ভার্মা এবং রিচা ঘোষও টিম পাননি। বিশ্ব ক্রিকেটে বর্তমান সময়ের সবচেয়ে বিধ্বংসী ব্যাটার বলা যায় শেফালিকেই। তেমনই কিপার-ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে অটোমেটিক চয়েস রিচা ঘোষ।