Harmanpreet Kaur: পিঠের সমস্যা, বিগ ব্যাশ থেকে ছিটকে গেলেন হরমনপ্রীত

এশিয়া কাপ চলায় বিগ ব্যাশ লিগের প্রথম দিকের ম্যাচ খেলতে পারেননি হরমনপ্রীত কৌর। পিঠের চোটের কারণে মেয়েদের বিগ ব্যাশ লিগে খেলা হচ্ছে না তাঁর।

Harmanpreet Kaur: পিঠের সমস্যা, বিগ ব্যাশ থেকে ছিটকে গেলেন হরমনপ্রীত
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2022 | 4:31 PM

নয়াদিল্লি: মেয়েদের বিগ ব্যাশ লিগ থেকে ছিটকে গেলেন ভারতীয় ক্রিকেটার হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তাঁর নেতৃত্বে সদ্য এশিয়া চ্য়াম্পিয়ন হয়েছে ভারত। টুর্নামেন্টে দারুণ ছন্দে ছিলেন হরমন। এশিয়া কাপ শেষ হওয়ার পর মেয়েদের বিগ ব্যাশ লিগে খেলার কথা ছিল তাঁর। কিন্তু চোটের কারণে তা হচ্ছে না। পিঠের সমস্যায় ভুগতে থাকা হরমনপ্রীত মেয়েদের বিগ ব্যাশ লিগে (WBBL) খেলা হচ্ছে না। পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন তিনি। এশিয়া কাপের জন্য মেলবোর্ন রেনিগেডসের হয়ে প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি। এবার পিঠের চোট টুর্নামেন্ট থেকেই ছিটকে দিল তাঁকে। বিদেশি পরিবর্ত হিসেবে মেলবোর্ন রেনিগেডসের (Melbourne Renegades) হয়ে খেলবেন ইংল্যান্ডের ইভ জোনাস। টুইটারে তাঁর চোট নিয়ে আপডেট দিয়েছে রেনিগেডস। ছিটকে গিয়ে কী প্রতিক্রিয়া দিলেন হরমনপ্রীত? জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।

ছিটকে গিয়ে দুঃখিত হরমন নিজেও টুইট করেন। লেখেন, “মেয়েদের বিগ ব্যাশ লিগের অষ্টম সিজন মিস করায় ভীষণ দুঃখিত। আমার রেড টিমের হয়ে খেলা মিস করব। তোমরা খুব ভালো খেলো। সবাইকে ভালোবাসা।” রেনিগেডসের জেনারেল ম্যানেজার জেমস রোসেনগার্টেন বলেন, “গত মরসুমে হরমনপ্রীতের পারফরম্যান্স দারুণ ছিল। আমরা এবারও ওকে স্কোয়াডে চাইছিলাম। দুর্ভাগ্যবশত চোটের কারণে ও ছিটকে গিয়েছে। আগামী বেশ কয়েকটি ম্যাচের জন্য ইভ আমাদের স্কোয়াডের জন্য যুক্ত হবে।”

মেলবোর্ন রেনিগেডস প্রথম ম্যাচ জিতে নিয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে ব্রিসবেন হিটের কাছে হেরে যা তারা। অ্যাডিলেডে চলতি সপ্তাহে ফের ওই দুটি দলের মুখোমুখি হবে মেলবোর্ন। টুর্নামেন্টের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের বড় সমস্যা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। হরমনপ্রীতের ভারতীয় দলের টিমমেট স্মৃতি মান্ধানা বিগ ব্যাশ লিগ থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন। কমনওয়েলথ গেমসে সোনা জেতার পর অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন মেগ ল্যানিং অনির্দিষ্টকালের জন্য বিরতিতে রয়েছেন।