Sachin Tendulkar: বিশ্বকাপের শেষ চার বেছে নিলেন, কোন দলের হাতে কাপ দেখতে চান সচিন?

২০২২ টি-২০ বিশ্বকাপ কার হাতে দেখতে চান? স্পষ্ট জানিয়ে দিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর।

Sachin Tendulkar: বিশ্বকাপের শেষ চার বেছে নিলেন, কোন দলের হাতে কাপ দেখতে চান সচিন?
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2022 | 3:11 PM

মুম্বই: বাড়ি বসেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) চুটিয়ে উপভোগ করছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ভারতের এই ব্যাটিং কিংবদন্তি টুর্নামেন্টের শেষ চারের দল বেছে নিলেন। কাদের হাতে উঠতে পারে বিশ্বকাপের ঝাঁ চকচকে ট্রফি, সম্ভাব্য চ্যাম্পিয়নদের বেছে নিলেন মাস্টার ব্লাস্টার। তাঁর মতে, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড– এই চারটি দল ২০২২ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখতে পারে। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা সুপার টুয়েলভের গ্রুপ-২ এর অংশ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড রয়েছে গ্রুপ ১-এ। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুটি টি-২০ সিরিজ জিতেছে ভারত (Team India)। ওয়ার্ম আপ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৩ অক্টোবরের পাকিস্তানের বিরুদ্ধে মহারণের জন্য প্রস্তুত ভারত। সচিন আর কী বললেন, জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ ছিল দুঃস্বপ্নের সমান। সেবার ভারতকে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে হারিয়ে দেয় পাকিস্তান। বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে চুরমার হয়ে যায়। গোদের উপর বিষফোঁড়ার মতো, টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে হয় ভারতকে। একবছরের মধ্যে সেই দলে আমূল পরিবর্তন ঘটেছে। বদলেছে ক্যাপ্টেন, দলের কোচ। ভারতীয় দলকে টুর্নামেন্টের সবচেয়ে বেশি ব্যালান্সড টিম বলে মনে হয়েছে সচিনের। চাইছেন রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির হাতেই উঠুক ট্রফি। Sportstar-কে দেওয়া সাক্ষাৎকারে সচিন বলেন, ” আমি অবশ্যই চাইব ভারত চ্যাম্পিয়ন হোক। শীর্ষ চারটি দলের মধ্যে ভারত ছাড়াও রাখব পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে। নিউজিল্যান্ড এই টুর্নামেন্টের ডার্ক হর্স। দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেও তা বলা যায়।”

বিশ্বকাপে সূর্যকুমার যাদবকে নিয়ে ভীষণ আশাবাদী সচিন। মুম্বই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ সদস্য সূর্য এখন জাতীয় দলের অন্যতম ভরসার মুখ। তাঁর ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ মাস্টার ব্লাস্টার। সূর্যকে নিজেকে যে পর্যায়ে নিয়ে গিয়েছেন, সেখানে ভারতীয় দলের এক্স ফ্যাক্টর হিসেবে ডান হাতি ব্যাটারকে ধরছেন সচিন। গতবছর গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলেও, অস্ট্রেলিয়ায় খুব সহজেই ভারত সেমিফাইনালে পৌঁছে যাবে বলে আশা দেশের ক্রিকেট কিংবদন্তিকে।