IPL 2022: প্রথম ভারতীয় কোচ হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার নজির নেহরার
প্রথম ভারতীয় কোচ হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন আশিস নেহরা। এর আগে কোনও ভারতীয় কোচের আইপিএল খেতাব জেতার নজির নেই। ১৫ বছরের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করলেন নেহরাই। গুজরাত টাইটান্সের কোচ হিসেবে অভিষেকেই সফল। রিকি পন্টিং, শেন হওয়ার্নের মতো নেহরাও ক্রিকেটার ও কোচ হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছেন।

আমদাবাদ: ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) এক অকথিত নায়কের নাম আশিস নেহরা (Ashish Nehra)। ২০১১ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে এক গুরুত্বপূর্ণ অবদান ছিল বাঁ-হাতি পেসারের। আঙুলের চোটের জন্য ফাইনালে খেলতে পারেননি। প্রকৃত টিম মেম্বার নেহরা অবশ্য ফাইনালে দলের থেকে দূরে থাকেননি। টুয়েলভথ ম্যানের ভূমিকায় ফাইনালে দেখা গিয়েছিল তাঁকে। শান্ত স্বভাবের নেহরা বরাবরই সবার খুব প্রিয়। ক্রিকেটার হিসেবে ৬ বছর আগে আইপিএল জিতেছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সে বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) কোচ হিসেবেও খেতাব জয়ের নজির গড়লেন নেহরা। অদ্ভূত ভাবে একটা মিল রয়েছে এই দুটো খেতাব জয়ের মধ্যে। ৬ বছর আগে ২৯ মে-ই কেরিয়ারের প্রথম আইপিএল জেতেন নেহরা। কোচ হিসেবেও ২৯ মে-ই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন।
প্রথম ভারতীয় কোচ হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন আশিস নেহরা। এর আগে কোনও ভারতীয় কোচের আইপিএল খেতাব জেতার নজির নেই। ১৫ বছরের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করলেন নেহরাই। গুজরাত টাইটান্সের কোচ হিসেবে অভিষেকেই সফল। রিকি পন্টিং, শেন হওয়ার্নের মতো নেহরাও ক্রিকেটার ও কোচ হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছেন।
ভারতীয় মেন্টর হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে। ২০১৩ আর ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর ছিলেন অনিল কুম্বলে। এর পর কিংস ইলেভেন পঞ্জাবের কোচ হন তিনি। তবে নেহরা-কার্স্টেন জুটি ফের সাফল্য এনে দিল। ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের কোচ ছিলেন গ্যারি কার্স্টেন। চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন আশিস নেহরা। তবে এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে এক সঙ্গে কাজ করেন কার্স্টেন-নেহরা জুটি। তখন বিরাটদের কোচ ছিলেন কার্স্টেন। বোলিং কোচ ছিলেন নেহরা। গুজরাত টাইটান্সে ফের জুটি বাঁধেন দু’জনে। কোচ হিসেবে অভিষেক হয় নেহরার। মেন্টরের ভূমিকায় কার্স্টেন। আর তাতেই সাফল্য এনে দিলেন কার্স্টেন-নেহরা জুটি।
আরও পড়ুন: Hardik Pandya: ‘সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে চেয়েছিলাম’, বলছেন ক্যাপ্টেন পান্ডিয়া





