IND vs SL ODI: ‘প্রথম’ প্র্যাক্টিস, কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘ মিটিং বিরাট কোহলির

Virat Kohli-Gautam Gambhir: টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ক্লিনসুইপ করেছে গৌতম গম্ভীরের টিম। এ বার ওয়ান ডে সিরিজ। টি-টোয়েন্টি ম্যাচগুলি হয়েছে পাল্লেকেলেতে। তিন ম্যাচের ওয়ান সিরিজ কলম্বোয় ২ অগস্ট থেকে। বিরাট কোহলি, রোহিত শর্মা, কুলদীপ যাদব, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলের মতো শুধুমাত্র ওয়ান ডে স্কোয়াডে থাকা প্লেয়াররা আগেই কলম্বোয় পৌঁছে গিয়েছিলেন।

IND vs SL ODI: 'প্রথম' প্র্যাক্টিস, কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘ মিটিং বিরাট কোহলির
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jul 31, 2024 | 9:08 PM

আমি কোচ, তুমি প্লেয়ার! গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি। একসঙ্গে খেলেছেন, আইপিএলে প্রতিপক্ষ হিসেবেও। তাঁদের দু-জনের বিবাদ ভারতীয় ক্রিকেটে অন্যতম আলোচনার বিষয়। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার। ২০২৩ সালের আইপিএলে চরম বিবাদ দেখা গিয়েছিল দু-জনের মধ্যে। তা নিয়ে কম সমালোচনা হয়নি। গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হন গৌতম গম্ভীর।

চিন্নাস্বামীতে আরসিবি বনাম কেকেআর ম্যাচে গ্যালারিও যেন আশঙ্কায় ছিল, এই বুঝি আবার…। তবে পরিস্থিতি বদলাতে শুরু করেছিল গত মরসুম থেকেই। চিন্নাস্বামীতে বিরাটের সঙ্গে হেসে কথা বলেন গম্ভীর। ইডেনে ফিরতি ম্যাচের আগের দিন আরও সুন্দর দৃশ্য। প্র্যাক্টিসে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরকে দীর্ঘ সময় কথা বলতে দেখা যায়। ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে কীভাবে আউট হয়েছিলেন, বিরাট কোহলি সেটাও বোঝানোর চেষ্টা করছিলেন গম্ভীরকে। আইপিএল অতীত। বদলেছে ভূমিকাও। অতীত ভুলে কাজ শুরু করে দিলেন গৌতম গম্ভীর।

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ক্লিনসুইপ করেছে গৌতম গম্ভীরের টিম। এ বার ওয়ান ডে সিরিজ। টি-টোয়েন্টি ম্যাচগুলি হয়েছে পাল্লেকেলেতে। তিন ম্যাচের ওয়ান সিরিজ কলম্বোয় ২ অগস্ট থেকে। বিরাট কোহলি, রোহিত শর্মা, কুলদীপ যাদব, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলের মতো শুধুমাত্র ওয়ান ডে স্কোয়াডে থাকা প্লেয়াররা আগেই কলম্বোয় পৌঁছে গিয়েছিলেন। গৌতম গম্ভীরের অন্যতম সহকারী অভিষেক নায়ার তাঁদের ট্রেনিংও শুরু করান। এ বার কাজে নেমে পড়লন হেড কোচ গৌতম গম্ভীরও।

টি-টোয়েন্টি সিরিজ শেষেই কলম্বোয় পৌঁছে গিয়েছেন গম্ভীর। টি-টোয়েন্টি খেলা ওডিআই স্কোয়াডের প্লেয়ারদের বিশ্রাম দেওয়া হয়েছে। তবে গৌতম গম্ভীর পৌঁছে যান প্রেমদাসা স্টেডিয়ামে। বিরাটদের দ্বিতীয় দিনই হাজির হেড কোচ। গত ওয়ান ডে বিশ্বকাপের পর এই ফরম্যাটে খেলেননি বিরাট-রোহিতের মতো দুই সিনিয়র প্লেয়ার। শ্রীলঙ্কা সিরিজেও বিশ্রাম নিতে চেয়েছিলেন। তবে গৌতম গম্ভীরের কথা ফেলতে পারেননি। এই সিরিজ থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনা শুরু করে দিতে চান গম্ভীর। কাজটা শুরু হয়ে গেল আজ থেকেই।

কলম্বোয় ভারতীয় টিমের অনুশীলন কভার করা এক সাংবাদিকের কথায়, প্রায় এক ঘণ্টা আলোচনা হয় গৌতম গম্ভীর ও বিরাট কোহলির। কী নিয়ে কথা হয়েছে তা বোঝার উপায় নেই। তবে বিরাট কোহলি নিজে থেকেই গৌতম গম্ভীরের কাছে যান এবং কথা শুরু করেন। কোহলি হাত নেড়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেন। তেমনই গৌতম গম্ভীরকেও বেশ কিছু সময় হাসতে দেখা যায়। গুরু-শিষ্যর বরফ গলার আলোচনা?