DC vs KKR, IPL 2023: তিন বার কেকে’হার’, রাগের মাথায় নিজেকেই ‘ভিলেন’ বানালেন নীতীশ
Nitish Rana: টানা তিন ম্যাচে হার। ১৬তম আইপিএলে দুর্দান্ত কয়েকটি জয়ের পর পথ হারিয়ে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। হারের হ্যাটট্রিকের পর স্বাভাবিকভাবেই হতাশ KKR ক্যাপ্টেন নীতীশ রানা।
কলকাতা: নতুন মরসুমে নতুন ক্যাপ্টেন। ১৬তম আইপিএলে (IPL 2023) নীতীশ রানাকে সামনে রেখে এগোনোর পরিকল্পনা রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে সেভাবে ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা না থাকলেও আত্মবিশ্বাসী ছিলেন নীতীশ (Nitish Rana)। টুর্নামেন্টে ছয়টি ম্যাচের পর সেই আত্মবিশ্বাস ভেঙে ছারখার। তাঁর অধীনে কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি পরপর তিন ম্যাচ হেরে গিয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের পর ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের কাছে পরাজিত হয় নাইট রাইডার্স (DC vs KKR)। বৃহস্পতিবার কেকেআরের ম্যাচ ছিল পয়েন্ট টেবলের একেবারে নিচে থাকা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। টানা পাঁচ ম্যাচে হারের পর দিল্লি জয়ের আনন্দ পেয়েছে কেকেআরের বিরুদ্ধে। যাদের সবাই হারিয়ে দিল, কেকেআর হারল তাদেরই কাছে! প্রবল চাপে ক্যাপ্টেন নীতীশ রানা। তাঁর কথাবার্তাতেই প্রবল হতাশা প্রকাশ পেয়েছে। কী বলেছেন নীতীশ? বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল কেকেআর। লিটন দাসের ব্যর্থতার পর শতরানকারী ভেঙ্কটেশ আইয়ার ফিরে যান শূন্য রানে। ক্যাপ্টেন নীতীশ রানার ব্যাটে এসেছে মাত্র ৪ রান। জেসন রায়, আন্দ্রে রাসেলরা কিছুটা মান বাঁচান। টেনেটুনে কলকাতার স্কোরবোর্ডে ১২৭ রান ওঠে। লো স্কোরিং ম্যাচ ৪ উইকেটে হারের পর কেকেআর অধিনায়ক বলেন, “আমার মতে, এই কঠিন পিচে ১৫-২০ রান কম করেছি। হারের দায় আমার। আরও কিছুক্ষণ আমার ক্রিজে টিকে থাকার প্রয়োজন ছিল।”
ম্যাচ হারলেও কেকেআরের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী ১৬ রানের বিনিময়ে দুটো উইকেট তুলে নেন। বোলারদের প্রশংসা করতে গিয়ে অধিনায়ক বলেন, “বোলারদের ক্রেডিট দিতেই হবে। টিম হিসেবে আমাদের ভালো খেলাটা প্রয়োজন। আজ যেভাবে বল করেছি সেভাবেই করা উচিত। কিছু বিষয় সামলে নিলেই বিপক্ষকে আরও কঠিন লড়াই দিতে পারব।” ঘরের মাঠে ২৩ এপ্রিল মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের খরা কাটাতে কলকাতার চ্যালেঞ্জ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।