Cricket World Cup 2023 : আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে হচ্ছে না, অবশেষে পাকিস্তানের দাবি মানল আইসিসি
Pakistan Cricket : ভেনু বদলের দাবি পাত্তা না পেলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি অনুরোধ রেখেছে আইসিসি। তাতেই খুশি দেশটির ক্রিকেট বোর্ড।
ইসলামাবাদ : ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ সূচি নিয়ে আইসিসির কাছে একাধিক দাবি রেখেছিল পাকিস্তান (Pakistan Cricket)। ভেনু নিয়ে সমস্যা তো ছিলই, প্রতিপক্ষ নিয়েও আপত্তি শোনা গিয়েছে পিসিবির তরফে। তিনটে ভেনু পরিবর্তনের দাবি রেখেছিল পিসিবি। কিন্তু পিসিবির দাবিতে কোনওরকম কর্ণপাত করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। সাফ জানিয়ে দেওয়া হয়, আইসিসি বিশ্বকাপের (Cricket World Cup 2023) মতো টুর্নামেন্টে ভেনু বদলানোর নিয়ম নেই। যদি না নিরাপত্তা সংক্রান্ত সমস্যা থাকে বা মাঠ একেবারেই খেলার অযোগ্য হয়। ২৭ জুন বিশ্বকাপের সূচি প্রকাশিত হওয়ার পর দেখা গিয়েছে, পাকিস্তান লিগ পর্বের ম্যাচগুলি খেলবে হায়দরাবাদ, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই ও আমেদাবাদে। ভেনু বদলের দাবি পাত্তা না পেলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি অনুরোধ রেখেছে আইসিসি। তাতেই খুশি দেশটির ক্রিকেট বোর্ড। কী সেই অনুরোধ? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
ভেনু ছাড়া আইসিসির কাছে আরও একটি দাবি রেখেছিল পিসিবি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে চায়নি পাকিস্তান। শুধু আফগানিস্তানই নয়, উপমহাদেশের কোনও দলের বিরুদ্ধে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারতে রাজি নয় পাকিস্তান। কারণ সেপ্টেম্বর মাসে, বিশ্বকাপের ঠিক আগে এশিয়া কাপ রয়েছে। ওডিআই ফরম্যাটে এশিয়া কাপকেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরে নিচ্ছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। তাই বছর শেষে মেগা ইভেন্টে প্রস্তুতি ম্যাচে উপমহাদেশের বাইরের কোনও দলের বিরুদ্ধে খেলার ইচ্ছেপ্রকাশ করেছিল পিসিবি। পাক বোর্ডের এই দাবি মেনে নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
মঙ্গলবার বিশ্বকাপের মেগা ইভেন্টের সূচি প্রকাশ হওয়ার দিন জানা গিয়েছে, দাবি অনুযায়ী পাকিস্তানের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ বদলে গিয়েছে। ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর হায়দরাবাদে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। প্রথমটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ও দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এর অর্থ হল পাকিস্তানকে কোনও এশিয়ান টিমের বিরুদ্ধে খেলতে হচ্ছে না।