ICC Cricket World Cup 2023 : পাস করে গেল একানা স্টেডিয়াম, আইসিসি দিল সবুজ সঙ্কেত
Ekana Stadium: বিশ্বকাপের ম্যাচের জন্য আইসিসি এবং বিসিসিআই একানা স্টেডিয়ামকে সবুজ সঙ্কেত দিয়েছে। এমনটাই খবর। আইসিসি ও বিসিসিআইয়ের ১৮ সদস্যের টিম সবার প্রথমে উত্তরপ্রদেশের একানা স্টেডিয়াম পরিদর্শন করে।
লখনউ : ওডিআই বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023) আয়োজনের জন্য সবুজ সঙ্কেত পেয়ে গেল লখনউয়ের একানা স্টেডিয়াম (Ekana Stadium)। আইসিসি ও বিসিসিআইয়ের ১৮ সদস্যের প্রতিনিধি দল ভারতের বিশ্বকাপ ভেনুগুলির পরিদর্শনে এসেছে। শুক্রবার সবার প্রথমে লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে (একানা) পৌঁছয় টিম। স্টেডিয়ামের ৯টি পিচ পরিদর্শন করে আইসিসির (ICC) প্রতিনিধিদল। সূত্রের খবর, একানার সবকটি পিচই ম্যাচের উপযোগী বলে জানিয়েছে আইসিসি। স্টেডিয়ামের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আইসিসির পরামর্শমতো কাজ হচ্ছে কি না সেটাও দেখা হয়। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
স্টেডিয়ামে পৌঁছে কভার সরিয়ে সবকটি পিচ খুঁটিয়ে দেখেন টিমের সদস্যরা। এর পাশাপাশি কিউরেটরকে বেশ কিছু প্রশ্ন করেন তাঁরা। ৫০ হাজার দর্শকাসন বিশিষ্ট স্টেডিয়ামে বসার জায়গা-সহ বাকি সবকিছুই খুঁটিয়ে দেখা হয়। জ্বালিয়ে দেখা হয় ফ্লাডলাইট। বিশ্বকাপের সময় বৃষ্টির সম্ভাবনা থাকায় অত্যাধুনিক ড্রেনেজ সিস্টেম আছে কি না তা দেখে গিয়েছেন আইসিসির প্রতিনিধিরা। স্টেডিয়াম এবং ইউপিসিএ-র কর্তারা আইসিসির প্রতিনিধিদলকে জানিয়েছেন, বৃষ্টির পর আধঘণ্টার মধ্যে ম্যাচ শুরু করে দিতে সক্ষম তাঁরা।
পিচ দেখার পর চার তলা স্টেডিয়ামের গ্রাউন্ড ফ্লোরে যে মেডিকেল এবং আম্পায়ারদের রুম রয়েছে সেটিও ঘুরে দেখে আইসিসির টিম। দ্বিতীয় তলায় রয়েছে ড্রেসিংরুম, তৃতীয় তলায় প্ল্যাটিনাম লাউঞ্জ এবং ওনার্স লাউঞ্জ এবং কর্পোরেট বক্স রয়েছে। চতুর্থ তলায় রয়েছে সাউথ প্রেসিডেন্সিয়াল গ্যালারি। গাড়ি পার্কিং ব্যবস্থার সঙ্গে টিমগুলির থাকার ব্যবস্থা খুঁটিয়ে দেখা হয়।
একানা স্টেডিয়ামের পর চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা এবং তিরুবনন্তপুরমেও পরিদর্শনে যায় প্রতিনিধিদল। তিরুবনন্তপুরম স্টেডিয়াম নিয়ে খুব একটা খুশি নন আইসিসির প্রতিনিধিরা। গ্রিনফিল্ড স্টেডিয়ামের কর্পোরেট বক্স-সহ বেশ কিছু জায়গায় পরিবর্তনের পরামর্শ দিয়েছে আইসিসি। এদিকে শনিবার ইডেন গার্ডেন্স পরিদর্শন করে গিয়েছেন আইসিসির প্রতিনিধিরা। ইডেনের প্রস্তুতি দেখে আইসিসি এবং বিসিসিআই কর্তারা সন্তুষ্ট বলে জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।