T20 World Cup: অলিম্পিকে জায়গা পেতে আমেরিকাকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব
এর আগে একাধিক আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) মাটিতে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলেছে ভারতীয় দল। পাশাপাশি সচিন তেন্ডুলকার বনাম শেন ওয়ার্ন একাদশের তিনটি ম্যাচ হয়েছে আমেরিকার বেস বল স্টেডিয়ামে।
দুবাই: টেস্ট, একদিনের ম্যাচ তারপর টি-২০। বিশ্বে বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে ক্রিকেট। কিন্তু ২২ গজের ব্যাট বলের লড়াই এলিট ক্লাসে উঠতে অলিম্পিকে (Olympic) জায়গা করে নিতে মরিয়া ক্রিকেট। টেস্ট বা একদিনের ম্যাচের হাত ধরে অলিম্পিক খেলা সম্ভব নয়। আইসিসির বাজি তাই টি-২০। ক্রিকেটের সব থেকে ছোট ফর্ম্যাটের ওপর ভরসা করেই অলিম্পিকে জায়গা করে নিতে মরিয়া আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)। সেই লক্ষ্যে একটা বড় পদক্ষেপ নিতে চলেছে আইসিসি। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আয়োজনের দায়িত্ব দেওয়া হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রকে (USA)। ২০২৮ সালের আলিম্পিক হবে লস অ্যাঞ্জেলিসে। পাখির চোখ সে দিকেই। ২০২৪ সলের টি-২০ বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসির কাছে যৌথ ভাবে দাবি পেশ করেছে এউএসএ ক্রিকেট ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশ পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০১৪ সালের পর আবার আইসিসির বড় ইভেন্ট ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বাইরে অনুষ্ঠিত হবে। ২০১৪ সালে শেষবার টি-২০ বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। তারপর থেকে ক্রিকেটের গ্লোবাল ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশে। ২০১৫ বিশ্বকাপ আয়োজন করেছিল অস্ট্রেলিয়া। ২০১৬ টি-২০ বিশ্বকাপ হয়েছিল ভারতে। এরপর ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ হয় ইংল্যান্ডে। ২০২১ টি-২০ বিশ্বকাপ দুবাইয়ে হলেও আয়োজন বিসিসিআই। আগামী বছর টি-২০ বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া। ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করবে ভারত।
এর আগে একাধিক আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলেছে ভারতীয় দল। পাশাপাশি সচিন তেন্ডুলকার বনাম শেন ওয়ার্ন একাদশের তিনটি ম্যাচ হয়েছে আমেরিকার বেস বল স্টেডিয়ামে। সেই ম্যাচ নিয়ে মার্কিন মুলুকে বেশ উন্মাদনা টের পাওয়া গিয়েছিল।
ক্রিকেটকে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দিতে নতুন নতুন দেশে একাধিক গ্লোবাল ইভেন্ট আয়োজনের দায়িত্ব দিতে চাইছে আইসিসি। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ ২০টি দল নিয়ে করার পরিকল্পনা করছে আইসিসি। হতে পারে প্রায় ৫৫টি ম্যাচ। ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে ক্রিকেটকে বিশ্ব ব্যাপি খেলা হিসেবে তুলে ধরাই লক্ষ্য। তাই একদিকে যেমন আরও দেশের উঠে আসা প্রয়োজন তেমনই চাই অলিম্পিক খেলার ছাড়পত্র।
আরও পড়ুন : VVS Laxman: রাহুলের পদে বসতে রাজি ভিভিএস