Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC World Cup, IND vs NED: জোড়া সেঞ্চুরি, বিশ্বকাপের মঞ্চে ভারতের দ্বিতীয় সর্বাধিক স্কোর!

India Second Highest Score at ODI World Cup: বিশ্বকাপের মঞ্চে ভারতের সর্বাধিক স্কোর ৪১৩/৫। সেই ২০০৭ সালের বিশ্বকাপে বার্মুডার বিরুদ্ধে এই স্কোর গড়েছিল ভারত। যদিও ক্যারিবিয়ানে সেই বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল ভারত। এ বার ঘরের মাঠে বিধ্বংসী মেজাজে রয়েছে টিম ইন্ডিয়া। অল্পের জন্য বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক স্কোরের সার্বিক রেকর্ডও ভাঙতে পারতো টিম ইন্ডিয়া। টপ থ্রি-র হাফসেঞ্চুরি, শ্রেয়স-রাহুলের সেঞ্চুরি।

ICC World Cup, IND vs NED: জোড়া সেঞ্চুরি, বিশ্বকাপের মঞ্চে ভারতের দ্বিতীয় সর্বাধিক স্কোর!
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2023 | 6:02 PM

বেঙ্গালুরু: শুরুটা করেছিলেন শুভমন গিল ও রোহিত শর্মা। শেষটা শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুলের ব্যাটে। বিশ্বকাপের মঞ্চে ভারতের সর্বাধিক স্কোর ৪১৩/৫। সেই ২০০৭ সালের বিশ্বকাপে বার্মুডার বিরুদ্ধে এই স্কোর গড়েছিল ভারত। যদিও ক্যারিবিয়ানে সেই বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল ভারত। এ বার ঘরের মাঠে বিধ্বংসী মেজাজে রয়েছে টিম ইন্ডিয়া। অল্পের জন্য বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক স্কোরের সার্বিক রেকর্ডও ভাঙতে পারতো টিম ইন্ডিয়া। টপ থ্রি-র হাফসেঞ্চুরি, শ্রেয়স-রাহুলের সেঞ্চুরি। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪১০ করল ভারত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপের মঞ্চে প্রথম বার ভারতের শীর্ষ পাঁচ ব্যাটারই পঞ্চাশোর্ধ স্কোর করলেন। সেঞ্চুরি শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুলের। বিশ্বকাপে সর্বাধিক স্কোরও বাস্তব মনে হচ্ছিল। বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক স্কোরের রেকর্ড দক্ষিণ আফ্রিকার দখলে। এ বারই সেই রেকর্ড গড়েছে তারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে ৪২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সর্বাধিক স্কোর অস্ট্রেলিয়ার। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে ৪১৭ রান করেছিল অজিরা।

বেঙ্গালুরু ম্যাচ স্মরণীয় হয়ে থাকল শ্রেয়স আইয়ারের। কেরিয়ারের প্রথম বিশ্বকাপ। শুরুর দিকে কয়েক ম্যাচে ছাপ ফেলতে ব্যর্থ। লিগ পর্ব যত এগিয়েছে, ভরসা দিয়েছেন শ্রেয়স। অবশেষে বিশ্বকাপের মঞ্চে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি শ্রেয়সের। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দলের বিশাল স্কোরে শ্রেয়সের অবদান অপরাজিত ১২৮ রান। এ বারের বিশ্বকাপে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লোকেশ রাহুলের। মাত্র ৬২ বলে সেঞ্চুরি রাহুলের। ১০২ রানের ইনিংস রাহুলের।