Kusal Mendis: পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে সঙ্গাকারার রেকর্ড ভাঙলেন কুশল মেন্ডিস

ICC World Cup 2023: ওডিআই বিশ্বকাপে রেকর্ড ভাঙা-গড়ার তালিকায় এ বার ঢুকে পড়লেন শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার কুশল মেন্ডিস (Kusal Mendis)। বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে কুশলের 'বীরবিক্রম'-এর সাক্ষী রইল উপল স্টেডিয়াম। চার-ছক্কার বন্যা বইয়ে দিয়ে ১২২ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছেন কুশল

Kusal Mendis: পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে সঙ্গাকারার রেকর্ড ভাঙলেন কুশল মেন্ডিস
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 6:43 PM

হায়দরাবাদ: জমে উঠেছে ভারতের মাটিতে ক্রিকেটের মহাযুদ্ধ। চলতি ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রত্যেক ম্যাচেই রেকর্ড ভাঙা-গড়ার কাজ করে চলেছেন একাধিক দলের ক্রিকেটাররা। এই রেকর্ড ভাঙা-গড়ার তালিকায় এ বার ঢুকে পড়লেন শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার কুশল মেন্ডিস (Kusal Mendis)। বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে কুশলের ‘বীরবিক্রম’-এর সাক্ষী রইল উপল স্টেডিয়াম। চার-ছক্কার বন্যা বইয়ে দিয়ে ১২২ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছেন কুশল। এই ম্যাচে কুশল ছাড়াও শতরান করেছেন সাদিরা সমরবিক্রমা। কিন্তু কুশলের শতরান আজ স্পেশাল। কারণ, লঙ্কানদের হয়ে ওডিআই বিশ্বকাপে সবচেয়ে কম বলে শতরান করেছেন কুশল মেন্ডিস। একইসঙ্গে কুশল ভেঙে ফেলেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সঙ্গাকারার রেকর্ড। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

গ্রিন আর্মির বিরুদ্ধে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কানদের হয়ে বিশ্বকাপে দ্রুততম শতরান করেছেন কুশল মেন্ডিস। ৬৫ বলে শতরান করেছেন কুশল। এর আগে শ্রীলঙ্কার হয়ে ওডিআই বিশ্বকাপে দ্রুততম শতরান ছিল কিংবদন্তি কুমার সঙ্গাকারার দখলে। তিনি ৭০ বলে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৫ সালে সেঞ্চুরি করেছিলেন।

চলতি বিশ্বকাপে এর আগে দ্রুততম শতরান করা ক্রিকেটার হয়েছেন প্রোটিয়া তারকা এইডেন মার্কব়্যাম। নয়াদিল্লিতে দাসুন শানাকার শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মার্কব়্যাম ৪৯ বলে শতরান করেছিলেন।

ওডিআই বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় এখন ছয় নম্বরে কুশল মেন্ডিস। তাঁর আগে এই তালিকায় রয়েছেন —

১. এইডেন মার্কব়্যাম – দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা (৪৯ বলে)। তিনি দিল্লিতে এ বারের বিশ্বকাপের ওই ম্যাচে শেষ অবধি করেন ১০৮ রান।

২. কেভিন ও’ব্রায়েন – আয়ার্ল্যান্ড বনাম ইংল্যান্ড (৫০ বলে)। তিনি বেঙ্গালুরুতে ২০১১ সালে ওই ম্যাচে করেন ১১৩ রান।

৩. গ্লেন ম্যাক্সওয়েল – অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা (৫১ বলে)। ম্যাক্সি সিডনিতে ২০১৫ সালে সেই ম্যাচে ১০২ রান করেছিলেন।

৪. এবি ডে ভিলিয়ার্স – দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (৫২ বলে) – সিডনিতে এবিডি ২০১৫ সালে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

৫. ইওন মর্গ্যান – ইংল্যান্ড বনান আফগানিস্তান (৫৭ বলে) – ম্যাঞ্চেস্টারে ২০১৯ সালের বিশ্বকাপে ১৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মর্গ্যান।