World Test Championship Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কবে? দিনক্ষণ জানাল আইসিসি

WTC Final 2023: আইসিসির পক্ষ থেকে আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেনু জানানো হয়েছিল। এ বার জানিয়ে দেওয়া হল WTC-ফাইনালের দিনক্ষণ।

World Test Championship Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কবে? দিনক্ষণ জানাল আইসিসি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ৭-১১ জুনImage Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2023 | 6:56 PM

দুবাই: বর্ডার-গাভাসকর ট্রফির আগে জানা গেল চলতি বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final) কবে এবং কোথায় হবে। উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনাল হয়েছিল সাউদাম্পটনে। সে বার ফাইনালে উঠেছিল ভারত এবং নিউজিল্যান্ড। উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। চলতি বছরের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় সংস্করণের ফাইনাল হবে লন্ডনের ওভালে। আইসিসির (ICC) পক্ষ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তারিখ ও ভেনু প্রকাশ করা হল। ৭-১১ জুন ওভালে হতে চলেছে এ বারের WTC-ফাইনাল। দ্য ওভালে এর আগেও আইসিসির বড় দুটো ইভেন্ট হয়েছে। ২০০৪ সালে এবং ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হয়েছিল ওভালেই। এ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের সুযোগ পাচ্ছে ওভাল। পয়েন্ট টেবলে শীর্ষ দুটি দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। আপাতত পয়েন্ট টেবলে শীর্ষ দুটি স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং ভারত। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় সংস্করণের ফাইনাল ৭-১১ জুন লন্ডনের দ্য ওভালে হবে। ১২ জুনকে রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। অস্ট্রেলিয়া পয়েন্ট পার্সেন্টেজ ৭৫.৫৬। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে ন’টি দলের মধ্যে শীর্ষে রয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট পার্সেন্টেজ ৫৮.৯৩। WTC-পয়েন্ট টেবলের শীর্ষে থাকা দুই দল ফাইনালের আগে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অনুভূতিটা বিশেষ হতে চলেছে। এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে ভারত একটা শক্তিশালী দল হয়ে উঠেছে। এ বারের WTC-ফাইনালে ওঠার জন্য মরিয়া রোহিতরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম সংস্করণে অল্পের জন্য টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়নি ঠিকই। রোহিত শর্মা আশাবাদী এ বার ভারত ইতিহাস গড়বে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে যে টেস্টগুলি রয়েছে —

  • ভারত বনাম অস্ট্রেলিয়া (প্রথম টেস্ট) – নাগপুর, ভারত, ৯-১৩ ফেব্রুয়ারি
  • ভারত বনাম অস্ট্রেলিয়া (দ্বিতীয় টেস্ট) – দিল্লি, ভারত, ১৭-২১ ফেব্রুয়ারি
  • দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (প্রথম টেস্ট) – সেঞ্চুরিয়ন, দক্ষিণ আফ্রিকা, ২৮ ফেব্রুয়ারি – ৪ মার্চ
  • ভারত বনাম অস্ট্রেলিয়া (তৃতীয় টেস্ট) – ধর্মশালা, ভারত, ১-৫ মার্চ
  • দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (দ্বিতীয় টেস্ট) – জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা, ৮-১২ মার্চ
  • নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা (প্রথম টেস্ট) – ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড, ৯-১৩ মার্চ
  • ভারত বনাম অস্ট্রেলিয়া (চতুর্থ টেস্ট) – আমেদাবাদ, ভারত, ৯-১৩ মার্চ
  • নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা (দ্বিতীয় টেস্ট) – ওয়েলিংটন, নিউজিল্যান্ড, ১৭-২১ মার্চ