Hardik Pandya : হার্দিককে টেস্ট টিমেও দেখতে চান অজি কিংবদন্তি
IND vs AUS, BGT 2023, Shane Watson: হার্দিকের শরীর টেস্ট ক্রিকেটের ধকল নিতে পারবে কী না, তা নিয়ে অবশ্য প্রশ্ন থাকে। পাওয়ার হিটার হলেও ব্য়াটিং টেকনিক খুবই ভালো হার্দিকের।
আমেদাবাদ : একটা সময় হার্দিক পান্ডিয়াকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখেছিল ভারতীয় ক্রিকেট। তিন ফরম্য়াটেই ধারাবাহিক খেলতেন। এমনকি কপিল দেবের সঙ্গেও তুলনায় আনা হয়েছে। তবে চোটের কারণে হার্দিকের কেরিয়ার বড় ধাক্কা খেয়েছে। ধীরে ধীরে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হার্দিক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর নেতৃত্বে অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটান্স। জাতীয় দলকেও টি-টোয়েন্টি ফরম্য়াটে নেতৃত্ব দিয়েছেন। তাঁর ব্য়ক্তিগত পারফরম্য়ান্স এবং নেতৃত্ব দুই নজর কেড়েছে। সীমিত ওভারের ক্রিকেটে ভালো পারফরম্য়ান্স করলেও টেস্টে প্রত্যাবর্তন ভালো হয়নি। এরপরই টিম ম্য়ানেজমেন্টের তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছিল, বোলিংয়ের দিক থেকে লম্বা স্পেল করার মতো ফিটনেস না পাওয়া অবধি টেস্টে হার্দিককে ভাবা হবে না। সীমিত ওভারে নিয়মিত হওয়ার পর এ বার টেস্টেও হার্দিককে দেখতে চান অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন। বিস্তারিত TV9Bangla-য়।
অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বরাবরই চোটপ্রবণ। সে কারণেই সীমিত ওভারের ফরম্য়াটেই শুধু খেলছেন। বোলিং অ্যাকশনেও পরিবর্তন করেছেন হার্দিক। টি-টোয়েন্টি, ওডিআইয়ের পাশাপাশি টেস্টেও হার্দিককে খেলিয়ে প্রস্তুত করার পক্ষে শেন ওয়াটসন। কাতারে লেজেন্ডস লিগ ক্রিকেটে অংশ নিচ্ছেন অজি কিংবদন্তি। সেখানেই বলেন, ‘হার্দিকের শরীর যদি ফিট থাকে, ওকে টেস্ট ক্রিকেটেও ফেরানো উচিত। ব্য়াটিং-বোলিংয়ে ওর দক্ষতা প্রশংসনীয়। ব্যাটিং টেকনিকের দিক থেকেও খুবই ভালো। এটা ঠিক যে, ও পাওয়ার হিটার। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্য়াটিং অর্ডারেও ওপরের দিকে ব্য়াট করছেন। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে চারে ব্য়াট করেন হার্দিক। তবে ও শুধু পাওয়ার হিটারই নয়। টেস্ট ক্রিকেট খেলার মতো ওর ব্য়াটিং টেকনিক রয়েছে। টেস্টেও সাফল্য় পাবে।’
টি-টোয়েন্টি ক্রিকেটে চার ওভারের স্পেল। ওডিআইতেও পুরো ১০ ওভার বোলিং করানো হয় না হার্দিককে। টেস্ট ক্রিকেটে তাঁকে রাখা ঠিক হবে কী না, এই নিয়ে ধোঁয়াশা থাকেই। সেই প্রসঙ্গই উঠে এল ওয়াটসনের কথায়, ‘বোলিংয়ের দিক থেকে ও যদি লম্বা স্পেল করার মতো ফিট থাকে, তাহলে অবশ্যই খেলানো উচিত। নতুন বল সুইং করানোর দক্ষতা রয়েছে হার্দিকের। দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। তবে ওর শরীর এতটা ধকল নিতে পারবে কী না, সেটাই এক মাত্র ভাবনার জায়গা। ও টেস্ট ক্রিকেটেও নিজেকে মেলে ধরার চেষ্টা করলে খুশি হব। বিশ্ব ক্রিকেটে হার্দিক স্পেশাল ট্যালেন্ট। ও যদি তিন ফরম্য়াটেই খেলতে পারে, সেটা খুবই ভালো হবে।’