India vs Australia 3rd Test Toss: টস জিতে ফিল্ডিং, মেঘলা আবহাওয়া; জোড়া বদল রোহিতের
IND vs AUS 3rd Test, Confirmed XI: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ভরাডুবির পর অস্ট্রেলিয়ায় সিরিজ। নানা বদল দেখা গিয়েছিল ভারতের একাদশে। প্রথম ম্যাচে তরুণ অফস্পিনার ওয়াশিংটন সুন্দর, অ্যাডিলেডে গোলাপি টেস্টে অভিজ্ঞ অশ্বিন। ব্রিসবেনে একাদশে রবীন্দ্র জাডেজা।
শূন্য থেকে শুরু। তা হলে নতুন করেই শুরু হোক! রোহিত শর্মা যেন সেটাই করতে চাইছেন। বোলিং লাইন আপে পরিবর্তনে তেমনই চমক। গত কয়েক বছর একটা বিষয় পরিষ্কার দেখা যেত, বিদেশের মাটিতে টেস্ট এবং এক স্পিনার খেলানো হলে অগ্রাধিকার পেতেন রবীন্দ্র জাডেজা। এ বারের সিরিজে পরিস্থিতি ছিল অন্য। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ভরাডুবির পর অস্ট্রেলিয়ায় সিরিজ। নানা বদল দেখা গিয়েছিল ভারতের একাদশে। প্রথম ম্যাচে তরুণ অফস্পিনার ওয়াশিংটন সুন্দর, অ্যাডিলেডে গোলাপি টেস্টে অভিজ্ঞ অশ্বিন। ব্রিসবেনে একাদশে রবীন্দ্র জাডেজা।
ঐতিহাসের গাব্বায়ও টস জিতল ভারত। প্রথম দু-ম্যাচে বুমরা এবং রোহিত টস জিতে ব্যাটিং নিয়েছিলেন। ব্রিসবেনেও টস জিতলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাই। তবে বোলিংয়ের সিদ্ধান্ত। মেঘলা আবহাওয়া, পিচে ঘাস। এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে ভারত। স্পিনার হিসেবে যেমন অশ্বিনের জায়গায় জাডেজা তেমনই পেস বোলিংয়েও পরিবর্তন। হর্ষিত রানার পরিবর্তে তৃতীয় পেসার আকাশ দীপ।
পারথ টেস্ট জিতে সিরিজে এগিয়ে ছিল ভারত। অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টে হার। সিরিজ ১-১। তৃতীয় টেস্ট থেকে নতুন শুরু। গত সফরে ব্রিসবেনে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। শুভমন গিল, ঋষভ পন্থের মতো তরুণ ক্রিকেটাররা অবিশ্বাস্য জয় উপহার দিয়েছিলেন। ভেঙে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার দুর্গ। এ বার এখান থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের নতুন যাত্রা শুরু।
ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রোহিত শর্মা, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ
অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খোয়াজা, নাথান ম্যাকসোয়েনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, নাথান লিয়ঁ, জশ হ্যাজলউড