IND vs ENG: আমরা কিন্তু ভয় পাচ্ছি না… এমন মন্তব্য কেন ইংল্যান্ড কোচের?
India vs England Test Series: ভিসা সমস্যা মিটিয়ে টিমের সঙ্গে যোগ দিয়েছেন শোয়েব বশির। তাতে ইংল্যান্ডের শক্তি আরও বাড়ল। ম্যাকালাম কিন্তু ভারতকে সতর্ক করছেন, 'বশির সঠিক সময়ে টিমের সঙ্গে যোগ দিয়েছে। পরের টেস্টে আমরা কোন ছকে এগোব, সেই ভাবনাতে কিন্তু ও-ও ঢুকে পড়েছে। আবার যদি টার্নিং পিচ হয়, আমরা কিন্তু সব স্পিনারদের খেলার জন্য তৈরি। মোটেও ভয় পাচ্ছি না।'

কলকাতা: হায়দরাবাদে কাঁটা দিয়ে কাঁটা তুলেছে ইংল্যান্ড। যে স্পিনের ফাঁদে ফেলে ঘরের মাঠে বিপক্ষ টিমকে নাজেহাল করে ভারত, সেই ফাঁদেই ধরা পড়েছে রোহিত শর্মার টিম। স্পিন সামলানোর অস্ত্রে শান দিয়ে যেমন এসেছে, তেমনই পাল্টা স্পিনার তৈরিও রেখেছে ইংল্যান্ড। ২৮ রানে ভারতকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছেন বেন স্টোকসরা। বিশাখাপত্তনমেও নাকি ঘূর্ণী পিচ তৈরি থাকছে তাঁদের জন্য। ইংল্যান্ড কিন্তু ভয় পাচ্ছে না। অলি পোপ আছেন আর থাকবেন টম হার্টলি। এই দু’জনই ভারতের মাটিতে ১২ বছর পর সিরিজ জয়ের স্বপ্ন দেখাচ্ছে। ব্রেন্ডন ম্যাকালামের টিম তৈরি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নিউজিল্যান্ডের একটি রেডিও চ্যানেলকে ইন্টারভিউ দিতে গিয়ে ম্যাকালাম বলেছেন, ‘হার্টলির সবে অভিষেক হল। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটই খেলেছে ও। ওকে নেওয়াটা দারুণ সিদ্ধান্ত ছিল। ওর মধ্যে এমন কিছু দেখতে পেয়েছিলাম, যেটা ভারতের মাটিতে কাজে দেবে বলে মনে হয়েছিল। হার্টলি কঠিন ধাতের ছেলে। টিমকে টেস্ট জেতাতে সাহায্যও করেছে। ওকে যখন টিমে নিয়েছিলাম, অনেকেই ভ্রু কুঁচকে গিয়েছিল। নাথন লিয়ঁও কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেট খেলে সরাসরি অস্ট্রেলিয়ার টেস্ট টিমে খেলেছিল। টমও সে ভাবে এল।’
হায়দরাবাদে প্রথম ইনিংসে ২৪৬ করেছিল ইংল্যান্ড। তা যথেষ্ট ভালো স্কোর ছিল বলে মনে করছেন ইংল্যান্ডের কোচ। ‘প্রথম ইনিংসে ২৪৬ রান ভালো স্কোর ছিল। শুরুর দিকে উইকেট কিন্তু আরও জটিল ছিল। বল বেশি ঘুরছিল। পরের দিকে কিন্তুব উইকেট কিছুটা বলেও সহজ হয়ে গিয়েছিল। তবে পরের দিকে অলি পোপ অসাধারণ ব্যাটিং করেছে। দুরন্ত ইনিংস। অনেক দিন মনে থাকবে।’ একই সঙ্গে ম্যাকালাম বলছেন, ‘আমরা কয়েক কদম পিছনে থেকে ম্যাচটা জিতেছি। আমাদের টিমে এমন একজন ক্যাপ্টেন আছে, যে টিমের উপর আস্থা রাখার পাশাপাশি প্লেয়ারদের বেঁধে রাখতে পারে।’
ভিসা সমস্যা মিটিয়ে টিমের সঙ্গে যোগ দিয়েছেন শোয়েব বশির। তাতে ইংল্যান্ডের শক্তি আরও বাড়ল। ম্যাকালাম কিন্তু ভারতকে সতর্ক করছেন, ‘বশির সঠিক সময়ে টিমের সঙ্গে যোগ দিয়েছে। পরের টেস্টে আমরা কোন ছকে এগোব, সেই ভাবনাতে কিন্তু ও-ও ঢুকে পড়েছে। আবার যদি টার্নিং পিচ হয়, আমরা কিন্তু সব স্পিনারদের খেলার জন্য তৈরি। মোটেও ভয় পাচ্ছি না।’





