India vs West Indies 2023: শেষ কবে সাতে ব্যাট করেছিলেন! রোহিত বললেন…
IND vs WI 2023, 1st ODI : তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে ওপেন করেননি রোহিত। বিরাটও তিনে নামেননি। ১১৫ রানের লক্ষ্য নিয়ে ওপেন করেন শুভমন গিল ও ঈশান কিষাণ। তিন ও চারে সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ কি এক তরফা হবে? প্রথম ম্যাচ দেখে অবশ্য তা মনে হয় না। বোর্ডে মাত্র ১১৪ রানের পুঁজি নিয়েও বেশ লড়াই দিল ওয়েস্ট ইন্ডিজ। রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটিংয়ে নামার পরিকল্পনা ছিল না। রোহিত যদিও নামলেন। তবে সাত নম্বরে! শেষ কবে এই পজিশনে ব্যাট করেছিলেন রোহিত? কেন এমন ব্যাটিং অর্ডার, খোলসা করলেন ভারত অধিনায়ক। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে ওপেন করেননি রোহিত। বিরাটও তিনে নামেননি। ১১৫ রানের লক্ষ্য নিয়ে ওপেন করেন শুভমন গিল ও ঈশান কিষাণ। তিন ও চারে সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা নামলেন সাতে। বলা ভালো নামতে বাধ্য হলেন। শেষ কবে সাত নম্বরে ব্যাট করেছিলেন, এই প্রসঙ্গ উঠতে রোহিত বলেন, ‘সম্ভবত অভিষেক ম্যাচে। ‘ এমন ব্যাটিং অর্ডার প্রসঙ্গে অধিনায়ক বলছেন, ‘আগেই বলেছিলাম, তরুণদের যতটা সম্ভব সুযোগ দেওয়ার চেষ্টা করব। ভাবিনি আমাদের পাঁচ উইকেট পড়ে যাবে। তবে ওদেরকে ব্যাটিং দেওয়ার দারুণ সুযোগ পেলাম।’
প্রথম ম্যাচে পিচের আচরণে অবশ্য অবাক হয়েছেন ভারত অধিনায়ক। তাঁর কথায়, ‘ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১১৪ রানে আটকে রাখায় মনে করেছিলাম, ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আমাদের হাতেই রয়েছে। সে কারণেই ওদের ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলাম। তবে পিচ এমন আচরণ করবে, প্রত্যাশা ছিল না। আমাদের সামনে একটা বড় স্কোরের প্রয়োজন ছিল। রান তাড়ায় নিজেদের চ্যালেঞ্জ করার ছিল। পিচ এত দ্রুত ভাঙতে শুরু করবে ভাবিনি। এত কম রানে ওদের আটকে রাখা যাবে, এমনটা প্রত্যাশার বাইরে।’