India vs West Indies 2023: টস জিতে ফিল্ডিং রোহিতের, ওয়ান ডে অভিষেক বাংলার পেসার মুকেশের
IND vs WI 2023, 1st ODI : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হল। বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে লাল বলে অভিষেক হয়েছিল পেসার মুকেশ কুমারের। এ বার সাদা বলেও অভিষেক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হল। বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। একাদশে রয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দীর্ঘ সময় ধরেই ভারতীয় বোর্ডের লিস্টে ছিলেন মুকেশ কুমার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্ম করছিলেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্ট্যান্ড বাই স্কোয়াডে সুযোগ পান। এর আগে অবশ্য সীমিত ওভারের দলে ডাক পেয়েছিলেন। সিনিয়র ক্রিকেটারদের থেকে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে শেখার সুযোগ হয়েছিল। তবে সাদা বলে খেলার সুযোগ হচ্ছিল না। অবশেষে সাদা বলেও খেলার সুযোগ মুকেশের।
ওয়ান ডে স্কোয়াডে ছিলেন মহম্মদ সিরাজ। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। দেশে পাঠানো হয়েছে সিরাজকে। তাঁর পরিবর্ত কাউকে নেওয়া হয়নি। ফলে এই সিরিজে সব ম্যাচেই সুযোগের প্রবল সম্ভাবনা রয়েছে মুকেশের। তিনি কেমন পারফর্ম করেন সেদিকেই নজর থাকবে। তাঁর সঙ্গে বোলিং আক্রমণে ফিরেছে এক্সপ্রেস গতির উমরান মালিক। আইপিএলের ১৬তম সংস্করণ সে ভাবে নজর কাড়তে পারেননি। হঠাৎই জাতীয় দলে প্রত্যাবর্তন।
ভারতের একাদশে এ দিন নজর ছিল কিপার-ব্যাটারের দিকে। স্কোয়াডে ঈশান কিষাণের পাশাপাশি রয়েছেন সঞ্জু স্যামসনও। সদ্য টেস্ট অভিষেক হয়েছে ঈশানের। তেমনই দীর্ঘ সময় ধরে জাতীয় দলে সুযোগ পাচ্ছে সঞ্জু। তবে ধারাবাহিক নন। প্রথম ওয়ান ডে-তে ঈশানকেই সুযোগ দেওয়া হল।
ভারতের একাদশ-রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক, মুকেশ কুমার