Virat Kohli: নেটে বেধড়ক প্রহার, তারপর হার্দিককে কীসের ইশারা বিরাটের?

India vs West Indies, Watch Video: ভারতীয় সময় অনুসারে সন্ধে ৭টা থেকে ব্রিজটাউনের কেনসিংটন ওভালে হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওডিআইয়ের বল গড়াবে। তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট কোহলির নেট প্র্যাক্টিসের এক ভিডিয়ো।

Virat Kohli: নেটে বেধড়ক প্রহার, তারপর হার্দিককে কীসের ইশারা বিরাটের?
Virat Kohli: নেটে বেধড়ক প্রহার, তারপর হার্দিককে কীসের ইশারা বিরাটের?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 6:35 PM

বার্বাডোজ: রেডি, স্টেডি, গো… আর কিছুক্ষণ পর শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) ওডিআই সিরিজ। ভারতীয় সময় অনুসারে সন্ধে ৭টা থেকে ব্রিজটাউনের কেনসিংটন ওভালে হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওডিআইয়ের বল গড়াবে। তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট কোহলির নেট প্র্যাক্টিসের এক ভিডিয়ো। ম্যাচে তো বটেই, নেটেও আগুন ঝরাচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। ওডিআই সিরিজের জন্য প্রস্তুতি নেওয়ার সময় দারুণ ছন্দে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়া বল করছিলেন বিরাটকে। দুরন্ত ছন্দে থাকা বিরাট এরপর হার্দিককে ইশারা করেন। সেই ভিডিয়োই ঘুরছে নেটদুনিয়ায়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আসলে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে ওডিআই সিরিজের আগে বার্বাডোজে নেট প্র্যাক্টিস করছিলেন বিরাট কোহলি। তাঁকে বল করছিলেন হার্দিক পান্ডিয়া। কোহলিকে একটি ওয়াইড ডেলিভারি দেন হার্দিক। তা বিরাট ডানদিকে ঠেলে দেন। এরপর হার্দিক কিছুক্ষণ তাকিয়ে থাকেন বিরাটের দিকে। হার্দিক যেই না আবার বোলিং মার্কের দিকে চলে যান, বিরাট তখন মজার ছলে চার মারার ইশারা করেন। সেই ভিডিয়ো দেখে নেটিজ়েনরা মজা করতে ছাড়ছেন না।

সোশ্যাল মিডিয়ায় আর এক ভিডিয়ো ঘোরাফেরা করছে। যেখানে দেখা গিয়েছে বার্বাডোজে নেট প্র্যাক্টিসের ফাঁকে বিরাট কোহলির সঙ্গে কথা বলছিলেন বিসিসিআইয়ের জাতীয় নির্বাচক অজিত আগরকর।

বিসিসিআইয়ের টুইটারে ভারতীয় ক্রিকেটারদের নেট অনুশীলনের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ওডিআই সিরিজ ওপেনার লোডিং… তোমরা তৈরি তো?’