Saud Shakeel: ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম, পাকিস্তানের সাউদ শাকিল টপকালেন গাভাসকরকে

Test Cricket: টেস্ট কেরিয়ারের প্রথম ৬টি ম্যাচে অর্ধশতরান করে আগেই তিনি ছুঁয়ে ফেলেছিলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকরকে। এ বার ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে যে রেকর্ড কেউ গড়তে পারেননি, সেটাই করেছেন সাউদ শাকিল।

Saud Shakeel: ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম, পাকিস্তানের সাউদ শাকিল টপকালেন গাভাসকরকে
১৪৬ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম, পাকিস্তানের সাউদ শাকিল টপকালেন গাভাসকরকেImage Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 2:50 PM

কলম্বো: পাক ক্রিকেটে (Pakistan Cricket) নিজের ভিত মজবুত করছেন সাউদ শাকিল (Saud Shakeel)। বর্তমানে বাবর আজমের পাক দলের শ্রীলঙ্কা সফরে (Pakistan Tour of Sri Lanka) প্রতি ম্যাচেই চমক দেখাচ্ছেন সাউদ শাকিল। দেশের হয়ে ৬টি টেস্টে খেলার অভিজ্ঞতা থাকা সাউদ শাকিল এ বার এক বিরাট কীর্তি গড়েছেন। টেস্ট কেরিয়ারের প্রথম ৬টি ম্যাচে অর্ধশতরান করে আগেই তিনি ছুঁয়ে ফেলেছিলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকরকে। এ বার ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে যে রেকর্ড কেউ গড়তে পারেননি, সেটাই করেছেন সাউদ শাকিল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

কলম্বোয় চলছে শ্রীলঙ্কা-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট। সেখানে পাকিস্তানের প্রথম ইনিংসে ১১০ বলে ৫৭ রান করেন সাউদ শাকিল। আর এই রান করেই নয়া রেকর্ড গড়েছেন শাকিল। ২৭ বছরের বাঁ হাতি পাক ব্যাটার সাউদ শাকিল এই নিয়ে টানা ৭টি টেস্টের প্রতিটিতে হাফসেঞ্চুরি করলেন। তাতেই তিনি ইতিহাসের পাতায়। ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে এই রেকর্ড আর কারও নেই।

সাউদ শাকিলের আগে প্রথম ছয় টেস্টে অর্ধশতরান হাঁকানোর নজির আছে ভারতের সুনীল গাভাসকর, পাকিস্তানের সৈয়দ আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের বাসিল বুচার এবং নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফের। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২০৮ রান করেছিলেন সাউদ শাকিল। তাতেই তিনি পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার মাটিতে ডবল সেঞ্চুরির রেকর্ডও গড়েন। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩০ রান করেছিলেন সাউদ।

প্রসঙ্গত, টেস্ট কেরিয়ারে প্রথম ডবল সেঞ্চুরি হাঁকানোর পর পাক তারকা সাউদ শাকিল আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের ব্যাটারদের তালিকায় ২৭ নম্বর থেকে ১৫-তে উঠে এসেছেন।