কোহলিদের ছাড়াই জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারত: সৌরভ
শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, যুজবেন্দ্র চাহালরা ইংল্যান্ড সফরে যাচ্ছেন না। তাঁদেরই শ্রীলঙ্কা সফরে পাঠাবে বোর্ড
কলকাতা: জুলাইতে একদিকে যখন ইংল্যান্ড সফরে থাকবেন কোহলি-রোহিতরা, তখন অপর দল শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি আর একদিনের সিরিজ খেলতে যাবে। ভারতের শ্রীলঙ্কা সফরের কথা নিশ্চিত করেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কয়েক মাস আগেই শোনা গিয়েছিল জুলাইয়ে ভারতের শ্রীলঙ্কা সফরের কথা। সে ব্যাপারে সবুজ সংকেত দিলেন বিসিসিআই সভাপতি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে জুনের শুরুতেই ইংল্যান্ড রওনা দেবেন কোহলি-রোহিতরা। ফাইনাল শেষের পর অগাস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারত। ততদিন ইংল্যান্ডেই জৈব সুরক্ষা বলয়ে থাকবে টিম ইন্ডিয়া। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, ‘জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দল কয়েকটি টি-টোয়েন্টি এবং একদিনের ম্যাচ খেলবে। সাদা বলে খেলা ক্রিকেটাররাই সেখানে যাবে। ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজ নেই বলেই, শ্রীলঙ্কা সফরটাকে কাজে লাগাতে চাই।’ শ্রীলঙ্কা সফরে ৫টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ এবং ৩টি একদিনের ম্যাচের সিরিজ খেলবে ভারত।
আরও পড়ুন:ভারত ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে খেলবেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী উন্মুক্ত?
শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, যুজবেন্দ্র চাহালরা ইংল্যান্ড সফরে যাচ্ছেন না। তাঁদেরই শ্রীলঙ্কা সফরে পাঠাবে বোর্ড। রাহুল তেওয়াটিয়া, রাহুল চাহার, দেবদত্ত পাড়িক্কল, চেতন সাকারিয়া, পৃথ্বী শা, সূর্যকুমার যাদব, ঈশান কিষানদের মতো তরুণ ক্রিকেটারদেরও পাঠানোর ভাবনা রয়েছে বোর্ডের। ফিট হয়ে উঠলে দলের সঙ্গে যেতে পারেন শ্রেয়স আইয়ারও। টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত বিসিসিআইয়ের।