দেশের মাঠে আইপিএলের বাকি ম্যাচ হবে না: সৌরভ
আইপিএলের বাকি ম্যাচ কোথায় হবে, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলছেন না সৌরভ। বিভিন্ন দেশ থেকে প্রস্তাব এলেও আলোচনা হয়নি। তবে, বিসিসিআইয়ের কর্তারা পরিস্থিতির দিকে নজর রেখেছেন।
নয়াদিল্লি: পরিস্থিতি যাই হোক না কেন, করোনার প্রভাব মাসখানেকের মধ্যে কমে গেলেও দেশের মাঠে আইপিএল করার কোনও সম্ভাবনা নেই। জানিয়ে দিলেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।বায়ো বাবলে করোনা ছোবল মারতে শুরু করায় আইপিএল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বোর্ড। তার পর থেকেই আলোচনা, কোথায় হবে আইপিএল ১৪-র বাকি ম্যাচ। আমিরশাহি থেকে শুরু করে ইংল্যান্ডের কাউন্টি টিমগুলোও আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করতে আগ্রহী। বোর্ড এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি। তারই মধ্যে সৌরভ বলে দিয়েছেন, ‘নানা রকম সাংগঠনিক সমস্যা রয়েছে। তার মধ্যে ১৪ দিনের কোয়ারান্টিনের ব্যবস্থা করা সম্ভব হবে না। যে কারণে আইপিএলের বাকি ম্যাচ দেশে আয়োজন করা সম্ভব নয়।’
আইপিএলের বাকি ম্যাচ কোথায় হবে, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলছেন না সৌরভ। বিভিন্ন দেশ থেকে প্রস্তাব এলেও আলোচনা হয়নি। তবে, বিসিসিআইয়ের কর্তারা পরিস্থিতির দিকে নজর রেখেছেন। আইপিএল মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় বিপুল আর্থির ক্ষতির মুখে পড়তে হয়েছে বোর্ড। সেই ক্ষতির রেশ সামলে ওঠার জন্যই আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করা হবে। এখনও পর্যন্ত যা ঠিক আছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আইপিএলের বাকি ম্যাচ করা হবে। আর তার জন্য আইসিসির উইন্ডো বের করার চেষ্টা করছে বোর্ড।
আরও পড়ুন:কোহলিদের ছাড়াই জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারত: সৌরভ
সৌরভ বলেছেন, ‘কোয়ারান্টিন পর্ব অত্যন্ত কঠিন একটা ব্যাপার।’ বোঝাই যাচ্ছে আইপিএলে করোনা ঢুকে পড়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল বোর্ডকে, সেই কারণেই আরও বেশি সতর্ক। আইপিএলের কোয়ারান্টিন নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই। কোয়ারান্টিন পর্ব ঠিকঠাক আয়োজন করতে যে কারণে মরিয়া।সৌরভ একই সঙ্গে অবশ্য বলেছেন, ‘এই মুহূর্তে বলা খুব মুশকিল, কখন কী ভাবে আইপিএলের স্লট বের করা যাবে।’