গর্ভবতী করতে পারলেই কড়কড়ে ১০ লাখ টাকা! বিজ্ঞাপন দেখেই ছুটল যুবকরা, তারপর…
Fraud: কোনও নিঃসন্তান মহিলাকে অন্তঃসত্ত্বা করলে মিলবে ১০ লক্ষ টাকা। ব্যর্থ হলেও মিলতে পারে ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা। বিজ্ঞাপন দেখে বেশ কয়েকজন উৎসুক যোগাযোগ করেন সংস্থার সঙ্গে।
পটনা: দিনে দিনে বাড়ছে প্রতারণা। সাইবার প্রতারণায় দেশ জেরবার। ডিজিটাল অ্যারেস্টের কবলে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ। তারমধ্যে নয়া প্রতারণা শুরু পড়শি রাজ্য বিহারে। সোশ্যাল মিডিয়ায় প্রচার, একটি সংস্থার। নাম-‘অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব সার্ভিস’। কী কাজ? নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করতে হবে।
বিহারের ওই সংস্থার পক্ষ থেকে প্রচার করা হয়, কোনও নিঃসন্তান মহিলাকে অন্তঃসত্ত্বা করলে মিলবে ১০ লক্ষ টাকা। ব্যর্থ হলেও মিলতে পারে ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা। বিজ্ঞাপন দেখে বেশ কয়েকজন উৎসুক যোগাযোগ করেন সংস্থার সঙ্গে।
এরপরেই প্রতারকরা রেজিস্ট্রেশনের নামে নিয়ে নেয় তাঁদের আধারকার্ড, প্যান কার্ড ও ব্যাঙ্ক ডিটেলস। শুরু হয় ব্ল্যাকমেলিং। হাতিয়ে নেওয়া হয় লক্ষ লক্ষ টাকা।
বিহারের নাওয়াদা জেলার কাহুয়ারা গ্রাম থেকে প্রথম অভিযোগ পায় পুলিশ। এরপর তদন্তে নেমে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম প্রিন্স রাজ, ভোলা কুমার, রাহুল কুমার। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৬টি মোবাইল। যেখানে মিলেছে গ্রাহকদের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট, গ্রাহকদের ছবি ও টাকা লেনদেনের ব্যাঙ্ক তথ্য।