নয়া জার্সিতে, নতুন অনুপ্রেরণায় কোহলি ব্রিগেড
নতুন জার্সিতে রেট্রো লুকে অস্ট্রেলিয়া বিরুদ্ধে একদিনের ম্যাচে ও টি-২০ ম্যাচে খেলবে কোহলির ভারত।
TV9 বাংলা ডিজিটাল : ৯২ বিশ্বকাপের আদলে এবার জার্সি বিরাটদের। ২৮ বছর পর সচিন-কাম্বলি-জাদেজাদের সেই বিশ্বকাপের জার্সি এবার শাস্ত্রীর সংসারে। প্রসঙ্গত, সেই বিশ্বকাপে ভারতীয় (India) দলের অন্যতম সদস্য ছিলেন বর্তমানে বিরাটদের হেড কোচ রবি শাস্ত্রী।অজি ভূমে শুক্রবার থেকে শুরু হতে চলা ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) একদিনের ও টি২০ সিরিজে নতুন জার্সিতে (New jersey) দেখা যাবে কেএল রাহুলদের। এবার সেই নতুন জার্সির ঝলক নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।
View this post on Instagram
৯২-বিশ্বকাপ। প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলি সাদা জামা-প্যান্ট ছেড়ে রঙিন জার্সিতে। ৮৫’ সালের বেনসন অ্যান্ড হেজেস কাপে প্রথমবার বিশ্বক্রিকেটের দলগুলি রঙিন জার্সিতে নেমে ছিল ২২ গজের যুদ্ধে। তবে সেবার গাভাসকার, শাস্ত্রীদের জার্সির রঙ ছিল আকাশি নীল। ১৯৯২ বিশ্বকাপে সেই জার্সির রঙ বদলে গাঢ় নীল হয়। সেই ২৮ বছরের জার্সি বিরাটদের সংসারে ফিরে এল পূর্বসূরীদের শ্রদ্ধা জানাতে। ১৯৯২ সালে বিশ্বকাপে ভারতের দৌড় চমকপ্রদ না হলেও সচিন,কপিল, জাদেজারা নজর কেড়েছিলেন ব্যক্তিগত নৈপুন্যে। নতুন অনুপ্রেরণায়, নতুন জার্সিতে রেট্রো লুকে এবার কোহলি ব্রিগেড মাঠে নামবে।
আরও পড়ুন:দেশীয় জার্সিতে ভারতের বিপক্ষে টি-২০ সিরিজে মাঠে স্টার্করা
কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার নতুন জার্সিরও আত্মপ্রকাশ ঘটেছে।
View this post on Instagram
গত সপ্তাহে, দক্ষিণ অস্ট্রেলিয়ায় হঠাৎ করেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। তার ফলে, দক্ষিণ অস্ট্রেলিয়ায় লকডাউনও হয়েছিল। যার জন্য়, গোলাপি বলে টেস্ট ম্যাচ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। দক্ষিণ অস্ট্রেলিয়ায় কোভিড পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে। তাই, ২১ নভেম্বর লকডাউনও তুলে নেওয়া হয়েছে। প্রধান কর্মকর্তা নিক হকলে নিশ্চিত করেছেন, যে পরিকল্পনা অনুযায়ী অ্যাডিলেডেই ভারত-অস্ট্রেলিয়ার প্রথম দিন-রাতের টেস্ট হবে।