অস্ট্রেলিয়াতেই অস্ত্রোপচার হল জাডেজার
মঙ্গলবার অস্ট্রেলিয়াতেই অস্ত্রোপচার হল জাডেজার। প্রায় ছয় সপ্তাহ খেলা থেকে ছিটকে গেলেন তিনি।
সিডনি: দেশে ফেরার আগে অস্ত্রোপচার হল রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja )। সোমবার বর্ডার-গাভাসকর টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে গিয়ে জাদেজা তাঁর বাম হাতের বুড়ো আঙ্গুলে চোট পেয়েছিলেন। পরে তাঁর স্ক্যানও করা হয়। রিপোর্টে আসে, তাঁর বাম হাতের বুড়ো আঙ্গুল ভেঙে গেছে। তাই মঙ্গলবার অস্ট্রেলিয়াতেই অস্ত্রোপচার হল জাডেজার। অস্ত্রোপচারের পর জাডেজা নিজের টুইটারে ছবি পোস্ট করে লেখেন, “সার্জারি শেষ হয়েছে, কিছুদিনের জন্য খেলতে পারব না। কিন্তু খুব তাড়াতাড়ি ফিরব।”
Out of action for a https://t.co/ouz0ilet9j completed. But will soon return with a bang!?? pic.twitter.com/Uh3zQk7Srn
— Ravindrasinh jadeja (@imjadeja) January 12, 2021
সোমবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়, রবীন্দ্র জাডেজা গাব্বায় চতুর্থ টেস্ট খেলবেন না। বিসিসিআই কিছুদিন আগেই জানিয়েছিল, ভারতীয় অলরাউন্ডার দেশে ফিরে আসার আগে সিডনিতে হাতের বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন। অস্ট্রেলিয়া থেকে ফিরে, রিহ্যাব পর্ব কাটানোর জন্য বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে যোগ দেবেন জাডেজা।
আরও পড়ুন: চোট? যন্ত্রণা? দেশের আগে তো কিছুই নয়!
চোটের জন্য প্রায় ছয় সপ্তাহ খেলা থেকে ছিটকে গেছেন জাডেজা। ইংল্যান্ড সিরিজে তিনি মাঠে ফিরবেন কি না, তা এখনই নিশ্চিত নয়। কত দ্রুত তিনি চোট সারিয়ে উঠতে পারবেন, তার ওপর নির্ভর করছে তিনি কবে খেলতে পারবেন। শুধু তাই নয়, চিকিৎসকের সিলমোহর পেলেই ইংল্যান্ড সিরিজে ফিরবেন জাডেজা।