IND vs ENG: বাবাই জীবনের আসল হিরো, তাঁকেই টেস্ট ক্যাপ উপহার দিতে চান তরুণ কিপার

India vs England 3rd Test: রাজকোটে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট। হায়দরাবাদ টেস্টে হারের পর বিশাখাপত্তনম টেস্টে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় টিম। রোহিত শর্মারা সিরিজে সমতা ফিরিয়েছেন। রাজকোটেও স্পিনিং উইকেট থাকছে। তবে রানের সম্ভাবনাও থাকবে। বিরাট কোহলি প্রথম দুটো টেস্টের মতো বাকি সিরিজেও নেই। বিশাখাপত্তনম টেস্টের পর থেকেই ভরতের বদলি হিসেবে ধ্রুবকে খেলানোর কথা বলা শুরু হয়ে গিয়েছিল।

IND vs ENG: বাবাই জীবনের আসল হিরো, তাঁকেই টেস্ট ক্যাপ উপহার দিতে চান তরুণ কিপার
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2024 | 2:00 PM

কলকাতা: ২৩ বছরের তরুণের টেস্ট অভিষেক হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। উইকেটকিপার শ্রীকর ভরত প্রথম দুটো টেস্ট খেললেও সে ভাবে পারফর্ম করতে পারেননি। অন্তত ব্যাট হাতে ব্যার্থ হয়েছেন নিজেকে মেলে ধরতে। আর তাই এক তরুণ কিপারের অভিষেক হতে চলেছে ভারতীয় টিমে। প্রত্যাশিত অভিষেক হলে টেস্ট ক্যাপ কাকে উপহার দিতে চান ধ্রুব জুরেল? বাবাই তাঁর জীবনের আসল হিরো। তাঁকেই সেরা উপহারটা দেবেন বলে ঠিক করে রেখেছেন ধ্রুব। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রাজকোটে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট। হায়দরাবাদ টেস্টে হারের পর বিশাখাপত্তনম টেস্টে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় টিম। রোহিত শর্মারা সিরিজে সমতা ফিরিয়েছেন। রাজকোটেও স্পিনিং উইকেট থাকছে। তবে রানের সম্ভাবনাও থাকবে। বিরাট কোহলি প্রথম দুটো টেস্টের মতো বাকি সিরিজেও নেই। লোকেশ রাহুল চোটের কারণে ছিটকে গিয়েছেন তৃতীয় টেস্ট থেকে। তবে, বিশাখাপত্তনম টেস্টের পর থেকেই ভরতের বদলি হিসেবে ধ্রুবকে খেলানোর কথা বলা শুরু হয়ে গিয়েছিল। উইকেটের পিছনে যেমন ভালো পারফর্ম করে আসছেন, তেমনই ব্যাট হাতেও আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে বেশ সফল। ১৫টা ম্যাচ খেলে ৭৯০ রান করেছেন। ২৪৯ রান সর্বোচ্চ। তাই তাঁকেই ভারতীয় একাদশে দেখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

যশস্বী জয়সওয়াল ইন্টারভিউ নেওয়ার সময় জিজ্ঞেস করেছেন, ভারতীয় টিম বাসে ওঠার সময় কী অনুভূতি চলছিল? ধ্রুব বলেছেন, ‘ভারতীয় টিমে সুযোগ পাব, একবারও ভাবিনি। খুব নার্ভাস ছিলাম। বাসে বসব কী করে, কোথায় বসব, বুঝতেই পারছিলাম না। একজন এগিয়ে এসে বলেছিল, এখানে বসো। আমি ভেবে নিয়েছিলাম, সকাল ৮টায় যদি বাস ছাড়ে, আমি ৭টা ৫৫তে বাসে গিয়ে উঠব। যাতে সবাই যায়, ফাঁকা জায়গা দেখে আমি বসে পড়ব। টেস্ট ক্যাপ পেলে আমি বাবাকেই উপহার দিতে চাই। আমি কী করব, সেটা বাবাই ঠিক করে দেয়। বাবাই চিরকাল আমার হিরো।’