আচমকাই ঘটে অঘটন, পরে গিয়ে স্মৃতি হারান কাজল, তারপর…

Kajol: বহু মানুষের পরিশ্রম, ঘামের ফসল ‘কুছ কুছ হোতা হ্যায়’। এই বিশেষ দিনে ফিরে দেখা সিনেমাটির এমন এক বিহাইন্ড দ্য সিন, যা শুনলে চমকে যেতেই পারেন আপনি।

আচমকাই ঘটে অঘটন, পরে গিয়ে স্মৃতি হারান কাজল, তারপর...
Follow Us:
| Updated on: Jan 13, 2025 | 5:25 PM

‘তুমি নহি সমঝোগি অঞ্জলি, কুছ কছ হোতা হ্যায়… ‘– সেই আইকনিক ডায়লগ, রাহুল-অঞ্জলির সেই কেমিস্ট্রি দর্শকের মনে ফিকে হয় না আজও। করণ জোহরের এই আইকনিক ছবির আজ ২৫ বছর পূর্ণ করল। সিনেমাটি একদিনে তৈরি হয়নি। বহু মানুষের পরিশ্রম, ঘামের ফসল ‘কুছ কুছ হোতা হ্যায়’। এই বিশেষ দিনে ফিরে দেখা সিনেমাটির এমন এক বিহাইন্ড দ্য সিন, যা শুনলে চমকে যেতেই পারেন আপনি।

ছবিটিতে একটি বিখ্যাত গান ছিল ‘ইয়ে লড়কি হ্যায় দিওয়ানি’… ওই গানে বাইসাইকেল চালিয়ে আসছিলেন শাহরুখ-কাজল সাইকেল চালাতে গিয়ে আচমকাই রাস্তায় মুখ থুবড়ে পড়ে যান কাজল। জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। জ্ঞান ফিরতেই সে আর এক কাণ্ড! সাময়িকভাবে নিজের স্মৃতি হারিয়ে ফেলেন কাজল। তিনি কে, তাঁর নাম কী, কী করেন কিছুই মনে পড়ছিল না তাঁর। ইউনিটের সবাই বেশ চিন্তায় পড়ে যান কাজলকে নিয়ে। শুধুমাত্র একজনকেই চিনতে পারছিলেন কাজল। একজনের কথাই মনে ছিল তাঁর। তিনি আর কেউ নন, অজয় দেবগণ, কাজলের স্বামী তখন প্রেমিক। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর অবশেষে সব মনে পড়তে শুরু করে কাজলের। স্বস্তির নিঃশ্বাস ফেলেন বাকিরাও। তবে জানেন কি, ওই সময়েও কাজললে বিরক্ত করতে ছাড়েননি এসআরকে।

কাজল পরবর্তীতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নিজের পরিচয় মনে করতে না পারা নায়িকাকে এসআরকে বলেছিলেন, তিনি হলেন একজন জুনিয়র আর্টিস্ট। কী আশ্চর্য! কাজলও বিশ্বাস করে নিয়েছিলেন সবটা। নিজেকে জুনিয়র আর্টিস্টই ভাবতে শুরু করেন তিনি। পরে যখন স্মৃতি ফিরে আসে তখন সকলের উপর বেজায় রেগে যান কাজল। সে যাই হোক, ছবিটি নিজে আজও মানুষের মনে জেগে ওঠে নস্টালজিয়া। শুধু কি সাধারণ? গতকাল অর্থাৎ রবিবার আয়োজিত এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ে এসে আবেগঘন হয়ে পড়েছিলেন খোদ শাহরুখ খানও।