প্রায় হুবহু মেলালেন স্কোর! চর্চায় জয় বাবা ওয়ার্ন

শেন ওয়ার্নের ভবিষৎবাণী মোটের ওপর মিলে গেছে বলাই যায়।

প্রায় হুবহু মেলালেন স্কোর! চর্চায় জয় বাবা ওয়ার্ন
ভবিষ্যৎ বলে দিচ্ছেন শেন ওয়ার্ন
Follow Us:
| Updated on: Feb 14, 2021 | 6:02 PM

চেন্নাই: শেন ওয়ার্নকে (Shane Warne) বাহবা না দিলেই নয়। তাঁর ভবিষ্যৎবাণীর জন্য। যদিও তা হুবহু মেলেনি। কিন্তু তা না মিললেও খুব কাছেই গেছেন তিনি। চিপকে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট (2nd Test) চলছে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক শেন ওয়ার্ন ভারত ও ইংল্যান্ডের প্রথম ইনিংসের (1st innings) ফলাফলের ব্যাপারে ভবিষৎবাণী করেছিলেন। যে ভবিষৎবাণী মোটের ওপর মিলে গেছে বলাই যায়।

তিনি টুইটারে লেখেন, “চেন্নাইয়ে ইংল্যান্ড এবং ভারতের দ্বিতীয় টেস্টের আজকের খেলার জন্য আমার ভবিষ্যদ্বাণী! ভারত ৩৫৯ রানে অল আউট হবে। ইংল্যান্ডকে ১৫৭ রানে অল আউট করার পর, ভারত চা বিরতির আগে ফের ব্যাটিং করতে নামবে।”

আরও পড়ুন: India vs England 2nd Test, Day 2 LIVE Score: দ্বিতীয় দিনের খেলা শেষ, ভারত এগিয়ে ২৪৯ রানে

দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার পরই পরপর উইকেট হারায় ভারত। ৩২৯ রানে অল আউট হয়ে যায় বিরাট কোহলির ভারত। ৫৮ রানে অপরাজিত থাকেন ঋষভ পন্থ। ভারত আর ৩০ রান করতে পারলেই শেন ওয়ার্নের ভবিষ্যৎবাণী একেবারে মিলে যেত। এরপর ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১৩৪ রানে। এখানেও সেই একই বিপত্তি। আর ২৩ রান করতে পারলেই একেবারে মিলে যেত শেন ওয়ার্নের ভবিষ্যৎবাণী।

খেলা চলাকালীন ফের টুইট করেন শেন ওয়ার্ন। লেখেন, “গত কয়েকমাস ধরে আমরা বিভিন্ন দেশের ক্রিকেট খেলা বেশ উপভোগ করছি। সকলের টেস্ট ক্রিকেটের মজা নেওয়া উচিত। পিচের অবস্থা যেমন থাকুক না কেন বোলার বা ব্যাটসম্যানরা তাঁদের দাপট দেখান বরাবরই। আমার ভবিষ্যৎবাণী ছিল (ভারত ৩৫৯ / ইংল্যান্ড ১৫৭ = ২০২ রানের লিড)। প্রথম ইনিংসে ভারত এগিয়ে ছিল ১৯৫ রানে।”

আরও পড়ুন: চিপকে ভাজ্জিকে টপকে নয়া নজির অশ্বিনের