India vs Ireland Weather: ডাবলিনে বৃষ্টির ভ্রুকুটি, আজই বুমরার প্রত্যাবর্তন দেখা যাবে?

IND vs IRE: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তৈরি ভারত ও আয়ার্ল্যান্ড। কিন্তু এই সিরিজ শুরু হওয়ার আগে দুই দলের সমর্থকদের জন্য খারাপ খবর। জানা গিয়েছে, ডাবলিনে আজ, ১৮ অগস্ট বৃষ্টির বিরাট সম্ভবনা রয়েছে।

India vs Ireland Weather: ডাবলিনে বৃষ্টির ভ্রুকুটি, আজই বুমরার প্রত্যাবর্তন দেখা যাবে?
India vs Ireland Weather: বৃষ্টির চোখরাঙানি কি জসপ্রীত বুমরার কামব্যাকের অপেক্ষা বাড়াবে? Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 5:57 PM

ডাবলিন: জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) নেতৃত্বে ভারতীয় টিম (Team India) ডাবলিনের দ্য ভিলেজে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নামার জন্য তৈরি। এই ম্যাচে জাতীয় দলে প্রত্যাবর্তন হওয়ার কথা ভারতের সিনিয়র পেসার জসপ্রীত বুমরার। কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য বুমরাকে আবার অ্যাকশনে দেখার অপেক্ষা বাড়তে পারে। আসলে ডাবলিনে আজ বিরাট বৃষ্টির সম্ভবনা রয়েছে। যে কারণে, একটি হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারত-আয়ার্ল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির সম্ভবনা —

ভারতীয় সময় অনুসারে ডাবলিনে আজ ভারত-আয়ার্ল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধ্যে ৭.৩০ মিনিটে। স্থানীয় সময় অনুসারে ওই ম্যাচ শুরু হওয়ার কথা বিকেল ৩টে নাগাদ। ওই সময় প্রবল বৃষ্টির সম্ভবনা রয়েছে। AccuWeather website এর রিপোর্ট অনুযায়ী ম্যাচের সময় ৬৭ শতাংশ বৃষ্টির সম্ভবনা বেশি রয়েছে। ডাবলিনে যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার ফলে ভারত-আয়ার্ল্যান্ড ম্যাচ শুরু হতে দেরি হতে পারে।

টিম ইন্ডিয়ার এ বারের আইরিশ সফরে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে জসপ্রীত বুমরার কাঁধে ভারতের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। আইরিশদের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ডেবিউ হতে পারে রিঙ্কু সিং, জীতেশ শর্মা, প্রসিধ কৃষ্ণাদের। বৃষ্টির কারণে যদি এই ম্যাচ ভেস্তে যায় তা হলে বুমরার কামব্যাক এবং রিঙ্কুদের ডেবিউ হওয়ার অপেক্ষা আরও বাড়বে।

আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের স্কোয়াড – জসপ্রীত বুমরা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, জীতেশ শর্মা, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিধ কৃষ্ণা, অর্শদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান।

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আয়ার্ল্যান্ডের স্কোয়াড – পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বলবার্নি, মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, জোশুয়া লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লরকান টাকার, থিও ভ্যান ওয়েরকম, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।

IND vs IRE 1st T20I Weather Forecast and Report at Dublin

ভারত-আয়ার্ল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রবল বৃষ্টির সম্ভবনা