India vs New Zealand, 1st ODI Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচ
IND vs NZ: আগামী কাল থেকে হায়দরাবাদে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) তিন ম্যাচের ওডিআই সিরিজ।
হায়দরাবাদ: মেন ইন ব্লু-র নতুন বছরটা আপাতত ভালোই কাটছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে জয় দিয়ে তেইশের সফর শুরু করেছে টিম ইন্ডিয়া। সদ্য ভারতের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে দাসুন শানাকাদের হোয়াইটওয়াশ করেছেন বিরাট-রোহিতরা। এ বার সামনে মেন ইন ব্লু-র নতুন মিশন। আগামী কাল থেকে হায়দরাবাদে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) তিন ম্যাচের ওডিআই সিরিজ। হেড টু হেডে নজর দিলে দেখা যায় এর আগে আন্তর্জাতিক ওডিআই ম্যাচে ১১৩ বার মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। যার মধ্যে ভারত জিতেছে ৫৫ বার। নিউজিল্যান্ড জিতেছে ৫০ বার। ৭টি ম্যাচ অমীমাংসিত। টাই হয়েছে ১ বার। এই দুই দল এর আগে ভারতের মাঠে ৩৪ বার মুখোমুখি হয়েছে। তাতে ২৬ বার জিতেছে টিম ইন্ডিয়া। ৮ বার জিতেছে কিউয়িরা। অন্যদিকে নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে ভারত জিতেছে ১৪টি ওডিআই সিরিজ। এই সকল পরিসংখ্যান এখন অতীত। ভারত যেমন দুরন্ত ছন্দে রয়েছে, নিউজিল্যান্ডেও তেমন ভালো ছন্দে রয়েছে। পাকিস্তান সফরে গিয়ে ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জিতে ভারতে এসেছেন কেন উইলিয়ামসনরা। ফলে হায়দরাবাদে এক হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচ।
ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচটি কবে হবে?
ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচটি আগামীকাল বুধবার (১৮ জানুয়ারি) হবে।
ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে।
ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচটি শুরু হবে দুপুর ১.৩০ মিনিটে। ম্যাচের আগে ১টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি আপনারা এই সিরিজের লাইভ আপডেট পাবেন TV9Bangla-র ওয়েবসাইটে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কোনা শ্রীকার ভরত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক।