India vs Pakistan: রানে নেই ফখর, পাকিস্তানের ওপেনিং জুটিতে বদল, বদলি রিজওয়ান?

পাক বোলাররা এখন দুরন্ত পারফর্ম করছেন। ভারতের বিরুদ্ধে বৃষ্টিতে এশিয়া কাপে পাকিস্তানের আগের ম্যাচ ভেস্তে না গেলে, বাবর আজমরা ব্যাট হাতেও সেরাটা দিতেন। ভারতের বিরুদ্ধে ফের নামার আগে গ্রিন আর্মি তেতে রয়েছে। শাহিন শাহ আফ্রিদি থেকে শুরু করে মহম্মদ রিজওয়ান--- প্রত্যেকেই ভারতকে হারানোর স্বপ্ন দেখছেন।

India vs Pakistan: রানে নেই ফখর, পাকিস্তানের ওপেনিং জুটিতে বদল, বদলি রিজওয়ান?
রানে নেই ফখর, পাকিস্তানের ওপেনিং জুটিতে বদল, বদলি রিজওয়ান?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2023 | 7:27 PM

কলম্বো: রবিবার ফের এশিয়া কাপে (Asia Cup 2023) মুখোমুখি নামতে চলেছে ভারত-পাকিস্তান। গ্রুপ লিগের ম্যাচ ভেস্তে গেলেও পাকিস্তান বুঝিয়ে দিয়েছিল, ওয়ান ডে-তে কেন এই মুহূর্তে সেরা টিম পাকিস্তান। বোলাররা নিজেদের মেলে ধরেছিলেন। রোহিত শর্মার টিমের বিরুদ্ধে বৃষ্টিতে বাকি ম্যাচ ভেস্তে না গেলে হয়তো বাবর আজমরা ব্যাট হাতেও সেরাটা দিতেন। ভারতের বিরুদ্ধে ফের নামার আগে গ্রিন আর্মি তেতে রয়েছে। শাহিন শাহ আফ্রিদি থেকে শুরু করে মহম্মদ রিজওয়ান— প্রত্যেকেই ভারতকে হারানোর স্বপ্ন দেখছেন। টিম হিসেবে পাকিস্তান এই মুহূর্তে সেরা ছন্দে থাকলেও কিছু জায়গায় দুর্বলতা রয়ে গিয়েছে। সে সব মেটানোর জন্য তৎপর। টিমের সিনিয়র ক্রিকেটার রিজওয়ান ভারতের বিরুদ্ধে নামার আগে কী বললেন? TV9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।

পাকিস্তান সুপার কাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে। শুধু ফখর জ়ামান রান পাননি। তা নিয়ে বিতর্কও চলছে। রিজওয়ান কিন্তু পাক ওপেনারকে সময় দিতে চান। তাঁর স্পষ্ট কথা, ‘যত দূর মনে পড়ছে, সদ্য আইসিসির মাসের সেরা প্লেয়ার হয়েছে। তার পরও অনেকে বলছে যে, ফখর নাকি ফর্মে নেই। কিন্তু ওর শেষ কয়েকটা ইনিংসের শুরুর দিকটা যদি দেখা হয়, বোঝা যাবে বল কিন্তু ওর ব্যাটে চমৎকার আসছে। কিছু ভুলের জন্য ও আউট হয়ে যাচ্ছে, এটাই যা ঘটনা।’

ফখর রান না পেলেও অকারণে চাপ তৈরি করতে চায় না রিজওয়ানদের টিম ম্যানেজমেন্ট। ওপেনিং কম্বিনেশন বদলের কোনও ভাবনা নেই পাকিস্তানের। রিজওয়ান বলে দিচ্ছেন, ‘আবার যদি ফখর একই রকম ভাবে আউট হয়, ধরে নিতে হবে কিছু টেকনিক্যাল সমস্যা ওর হচ্ছে। আমার তো মনে হয় না সেই পরিস্থিতির দিকে যেতে হবে। যদি সে রকম দরকার পড়ে, টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। ব্যক্তিগত ভাবে বলতে পারি, আমি যে কোনও পজিশনে খেলার জন্য তৈরি।’

এর মধ্যে দিয়ে কী বলতে চাইলেন রিজওয়ান? ভারতের বিরুদ্ধে রান না পাওয়া ফখরের বদলে কি ওপেনিংয়ে দেখা যেতে পারে রিজওয়ানকে?