India vs South Africa, 3rd ODI Live Streaming: ওডিআই সিরিজ টিম ইন্ডিয়ার নাকি প্রোটিয়াদের? লক্ষ্মীবারে হবে ফয়সলা

IND vs SA, 3rd ODI: নেলসন ম্যান্ডেলার দেশে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল লোকেশ রাহুলের দল। এরপর দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়ে জেতেন এইডেন মার্কব়্যামরা। যার ফলে সিরিজের ফয়সলা এখনও হয়নি। আগামিকাল জানা যাবে এই সিরিজ জিতবে কোন দল। ভারত (India) চাইবে এই সফর থেকে ওডিআই ট্রফি নিয়ে দেশে ফিরতে। অন্যদিকে প্রোটিয়াদের লক্ষ্য থাকবে ট্রফি নিজেদের দেশে রাখা

India vs South Africa, 3rd ODI Live Streaming: ওডিআই সিরিজ টিম ইন্ডিয়ার নাকি প্রোটিয়াদের? লক্ষ্মীবারে হবে ফয়সলা
ওডিআই সিরিজ টিম ইন্ডিয়ার নাকি প্রোটিয়াদের? লক্ষ্মীবারে হবে ফয়সলাImage Credit source: Graphics - TV9Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 5:27 PM

পার্ল: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টি-২০ সিরিজ জিততে পারেননি সূর্যকুমার যাদব-রিঙ্কু সিংরা। ১-১ ড্র দিয়ে শেষ হয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকা (IND vs SA) টি-২০ সিরিজ। এ বার ওডিআই সিরিজও কি ড্রয়ের পথে? আপাতত সিরিজ দাঁড়িয়ে ১-১। নেলসন ম্যান্ডেলার দেশে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল লোকেশ রাহুলের দল। এরপর দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়ে জেতেন এইডেন মার্কব়্যামরা। যার ফলে সিরিজের ফয়সলা এখনও হয়নি। আগামিকাল জানা যাবে এই সিরিজ জিতবে কোন দল। ভারত (India) চাইবে এই সফর থেকে ওডিআই ট্রফি নিয়ে দেশে ফিরতে। অন্যদিকে প্রোটিয়াদের লক্ষ্য থাকবে ট্রফি নিজেদের দেশে রাখা। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কোথায়, কখন এবং কীভাবে দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওডিআই ম্যাচ।

এক নজরে ভারত-দক্ষিণ আফ্রিকা হেড টু হেড – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ভারত এবং দক্ষিণ আফ্রিকা মোট ৯৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত জিতেছে ৩৯ বার। আর দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫১। আর ৩টি ম্যাচ নিষ্ফলা।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওডিআই ম্যাচটি কবে হবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওডিআই ম্যাচটি আগামিকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) হবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওডিআই ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওডিআই ম্যাচটি পার্লের বোল্যান্ড পার্ক স্টেডিয়ামে হবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওডিআই ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওডিআই ম্যাচটি শুরু হবে বিকেল ৪.৩০ মিনিট নাগাদ। তার আগে ৪টে নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দূরদর্শনে বিনামূল্যে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ উপভোগ করতে পারবেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও বিনামূল্যে ক্রিকেট প্রেমীরা এই ম্যাচ দেখার সুযোগ পাবেন।