IND vs SL 1st T20 Highlights: জয় দিয়ে টি-২০ যাত্রা শুরু ধাওয়ানদের

| Edited By: | Updated on: Jul 25, 2021 | 11:44 PM

India vs Sri Lanka 1st T20 Live Score: কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) মুখোমুখি শিখর ধাওয়ানের ভারত (India) ও দাসুন শানাকার শ্রীলঙ্কা (Sri Lanka)।

IND vs SL 1st T20 Highlights: জয় দিয়ে টি-২০ যাত্রা শুরু ধাওয়ানদের
জয় দিয়ে টি-২০ যাত্রা শুরু ধাওয়ানদের

টসে জিতে শিখর ধাওয়ানদের প্রথমে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ধাওয়ানরা তোলে ১৬৪ রান। ৩৮ রানে প্রথম টি-২০ ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। ১৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ বল বাকি থাকতেই ১২৬ রান করে অল আউট হয় শ্রীলঙ্কা।

ভারতের হয়ে সর্বোচ্চ রান সূর্যকুমার যাদবের (৫০)। ক্যাপ্টেন ধাওয়ানের ব্যাট থেকে এসেছে ৪৬ রান। অভিষেক ম্যাচে নজর কাড়তে ব্যর্থ পৃথ্বী শ। ভারতের ইনিংস শুরু হতে না হতেই, দুশমন্ত চামিরার প্রথম বলেই আউট হন তিনি।শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট পেয়েছেন দুশমন্ত চামিরা ও ভানিন্দু হাসারঙ্গা। ১টি উইকেট পেয়েছেন চামিকা করুণারত্নে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন চরিথ আসালঙ্কা (৪৪)। ভারতের হয়ে ৪টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। ২ টি উইকেট পান দীপক চাহার। ১টি করে উইকেট পেয়েছেন ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী ও যুজবেন্দ্র চাহাল।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 25 Jul 2021 11:27 PM (IST)

    ৩৮ রানে জয়ী ধাওয়ানের ভারত

    ১২৬ রানে অল আউট শ্রীলঙ্কা। প্রথম টি-২০ ম্যাচে জিতল টিম ইন্ডিয়া

  • 25 Jul 2021 11:25 PM (IST)

    ভুবি ফেরালেন উদানাকে

    ১ রান করে মাঠ ছাড়লেন ইসুরু উদানা

  • 25 Jul 2021 11:21 PM (IST)

    ফের উইকেট হারাল শ্রীলঙ্কা

    টি-২০ অভিষেকের প্রথম উইকেট পেলেন বরুণ চক্রবর্তী। দাসুন শানাকা ১৬ রান করে মাঠ ছাড়লেন

  • 25 Jul 2021 11:17 PM (IST)

    করুণারত্নের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার

    ৩ রান করে মাঠ ছাড়লেন চামিকা করুণারত্নে।

  • 25 Jul 2021 11:10 PM (IST)

    হাসারঙ্গা আউট

    ফের উইকেট হারাল শ্রীলঙ্কা। কোনও রান না করেই আউট হলেন ভানিন্দু হাসারঙ্গা

  • 25 Jul 2021 11:08 PM (IST)

    আসালঙ্কার উইকেট হারাল শ্রীলঙ্কা

    ৪৪ রান করে সাজঘরে ফিরে গেলেন চরিথ আসালঙ্কা। দীপক চাহারের বলে হাফ সেঞ্চুরির আগে আউট হলেন আসালঙ্কা

  • 25 Jul 2021 11:04 PM (IST)

    ১৫ ওভারে শ্রীলঙ্কা ১০৭/৪

    খেলা বাকি ৫ ওভারের।  জয়ের জন্য ৩০ বলে ৫৮ রান প্রয়োজন শ্রীলঙ্কার

  • 25 Jul 2021 10:56 PM (IST)

    পান্ডিয়া ফেরালেন বান্দারাকে

    ৯ রান করে সাজঘরে ফিরলেন আসেন বান্দারা

  • 25 Jul 2021 10:38 PM (IST)

    ১০ ওভারে শ্রীলঙ্কা ৬৪/৩

    ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে দাসুন শানাকারা তুলেছে ৬৪ রান

  • 25 Jul 2021 10:26 PM (IST)

    অভিস্কার উইকেট হারাল শ্রীলঙ্কা

    ভুবনেশ্বর কুমার ফেরালেন লঙ্কান ওপেনার অভিস্কা ফার্নান্ডোকে। বড় শট মারাল লক্ষ্যে বাউন্ডারির উদ্দশ্যে বল পাঠান অভিস্কা। কিন্তু সঞ্জু স্যামসনের হাতে সোজা ক্যাচ দিয়ে, ২৬ রান করে মাঠ ছাড়লেন অভিস্কা।

  • 25 Jul 2021 10:25 PM (IST)

    শ্রীলঙ্কার ৫০ রান পূর্ণ

    ৬.৪ ওভারে শ্রীলঙ্কার দলগত ৫০ রান পূর্ণ হল

  • 25 Jul 2021 10:22 PM (IST)

    শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটের পতন

    যুজবেন্দ্র চাহাল ফেরালেন ধনঞ্জয় দি সিলভাকে। ৯ রান করে ফিরলেন সিলভা

  • 25 Jul 2021 10:19 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ৪৬ রান। ভালো শুরু দাসুন শানাকাদের

  • 25 Jul 2021 10:15 PM (IST)

    ৫ ওভারে শ্রীলঙ্কা ৪৪/১

    প্রথম ৫ ওভারে ১ উইকেট হারিয়ে দাসুন শানাকারা তুলেছে ৪৪ রান।

  • 25 Jul 2021 10:08 PM (IST)

    ৩ ওভারে শ্রীলঙ্কা ২৫/১

    প্রথম ৩ ওভারে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ২৫ রান।

  • 25 Jul 2021 10:08 PM (IST)

    প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা

    ক্রুণাল পান্ডিয়ার বলে মিনোড ভানুকা ১০ রান করে মাঠ ছাড়লেন।

  • 25 Jul 2021 09:51 PM (IST)

    শ্রীলঙ্কার ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন অভিস্কা ফার্নান্ডো ও মিনোড ভানুকা

  • 25 Jul 2021 09:40 PM (IST)

    শ্রীলঙ্কার টার্গেট ১৬৫

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১৬৪ রান। দাসুন শানাকাদের টার্গেট ১৬৫।

  • 25 Jul 2021 09:36 PM (IST)

    খেলা বাকি ১ ওভারের

    ১৯ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ১৫৫

  • 25 Jul 2021 09:35 PM (IST)

    হার্দিক পান্ডিয়া ফিরলেন সাজঘরে

    ১০ রান করে মাঠ ছাড়লেন হার্দিক পান্ডিয়া। দুশমন্ত চামিরার বলে আউট হলেন হার্দিক

  • 25 Jul 2021 09:24 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ১৩৭

  • 25 Jul 2021 09:18 PM (IST)

    সূর্যকুমারের উইকেট হারাল ভারত

    হাফ সেঞ্চুরির পরই উইকেট হারালেন সূর্যকুমার যাদব। ভানিন্দু হাসারঙ্গার বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন সূর্যকুমার

  • 25 Jul 2021 09:17 PM (IST)

    সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরি

    শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ কেরিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন সূর্যকুমার যাদব

  • 25 Jul 2021 09:14 PM (IST)

    ১৫ ওভারে ভারত ১২১/৩

    খেলা বাকি ৫ ওভারের। ক্রিজে হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব

  • 25 Jul 2021 09:11 PM (IST)

    ক্যাপ্টেনের উইকেট হারাল ভারত

    ৪৬ রান করে মাঠ ছাড়লেন শিখর ধাওয়ান

  • 25 Jul 2021 09:03 PM (IST)

    ভারতের শতরান

    ১১.৫ ওভারে ভারতের দলগত শতরান পূর্ণ।

  • 25 Jul 2021 08:51 PM (IST)

    ১০ ওভারে ভারত ৮০/২

    প্রথম ১০ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে তুলেছে ৮০ রান।

  • 25 Jul 2021 08:36 PM (IST)

    সঞ্জুকে ফেরালেন হাসারঙ্গা

    ভানিন্দু হাসারঙ্গার বলে এলবিডব্লিউ হলেন সঞ্জু স্যামসন। ২৭ রান করে মাঠ ছাড়লেন সঞ্জু

  • 25 Jul 2021 08:35 PM (IST)

    ভারতের ৫০ রান

    ৫.৩ ওভারে ভারতের দলগত ৫০ রান পূর্ণ

  • 25 Jul 2021 08:34 PM (IST)

    ৫ ওভারে ভারত ৩৫/১

    প্রথম ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৩৫ রান

  • 25 Jul 2021 08:20 PM (IST)

    দুই দলে চার ক্রিকেটারের অভিষেক

    ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-২০ ম্যাচে ৪ ক্রিকেটারের অভিষেক হল।

    ভারতের জার্সিতে প্রথম টি-২০ খেলতে নামলেন পৃথ্বী শ ও বরুণ চক্রবর্তী। যদিও অভিষেক টি-২০ তে প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন পৃথ্বী শ। শ্রীলঙ্কার ইনিংসে বরুণ চক্রবর্তীর স্পিনের যাদু দেখার অপেক্ষায় থাকবে ক্রিকেটপ্রেমীরা।

    শ্রীলঙ্কার হয়ে অভিষেক হয়েছে চরিথ আসালঙ্কা ও চামিকা করুণারত্নের।

  • 25 Jul 2021 08:19 PM (IST)

    ৩ ওভারে ভারত ১৮/১

    প্রথম ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১৮ রান

  • 25 Jul 2021 08:04 PM (IST)

    শুরুতেই আউট পৃথ্বী

    প্রথম বলেই পৃথ্বী শ-কে ফেরালেন দুশমন্ত চামিরা

  • 25 Jul 2021 08:03 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ

  • 25 Jul 2021 07:53 PM (IST)

    শ্রীলঙ্কার প্রথম একাদশ

    শ্রীলঙ্কার প্রথম একাদশ: অভিস্কা ফার্নান্ডো, মিনোড ভানুকা (উইকেটকিপার), ধনঞ্জয় দি সিলভা, আসেন বান্দারা, ভানিন্দু হাসারঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, চরিথ আসালঙ্কা, ইসুরু উদানা, দুশমন্ত চামিরা ও আকিলা ধনঞ্জয়।

  • 25 Jul 2021 07:49 PM (IST)

    টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

    শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে অভিষেক হল পৃথ্বী শ ও বরুণ চক্রবর্তীর।

    ভারতের প্রথম একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), যুজবেন্দ্র চাহাল ও বরুণ চক্রবর্তী।

  • 25 Jul 2021 07:41 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা ফিল্ডিং বেছে নিয়েছেন।

Published On - Jul 25,2021 7:02 PM

Follow Us: