৯ তারিখ শুরু বাকি আইপিএল, প্রথম ম্যাচেই মুখোমুখি ধোনি ও রোহিত

গত মরসুমের আইপিএলের মতোই এবারও খেলা হবে শারজা, আবুধাবি এবং দুবাইতে। ১৩ টি ম্যাচ খেলা হবে দুবাইতে দশটি ম্যাচ শারজায়, আবুধাবিতে হবে আর টি ম্যাচ। ৮ ই অক্টোবর লিগ পর্বের শেষ ম্যাচ। ১৫ ই অক্টোবর দুবাইতে ফাইনাল।

৯ তারিখ শুরু বাকি আইপিএল, প্রথম ম্যাচেই মুখোমুখি ধোনি ও রোহিত
আইপিএল আবার ৯ সেপ্টেম্বর থেকে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2021 | 1:07 PM

দুবাইঃঅলিম্পিক এর মাঝেই ঢাকে কাঠি পড়ে গেল আইপিএলের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আরব দেশে অনুষ্ঠিত হবে২০২১ আইপিএলের অবশিষ্ট অংশ। আর তার প্রথম ম্যাচে মুখোমুখি হিটম্যান রোহিত শর্মা ও ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। ৯ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২১ আইপিএলের অবশিষ্ট অংশ।

মোট ২৭ দিনে খেলা হবে ৩১ টি ম্যাচ। চলতি বছর ঘরের মাঠে আইপিএল শুরু হলেও, দেশে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় তা স্থগিত করে দিতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মে মাসে বন্ধ হওয়া আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। গত মরসুমের আইপিএলের মতোই এবারও খেলা হবে শারজা, আবুধাবি এবং দুবাইতে। ১৩ টি ম্যাচ খেলা হবে দুবাইতে দশটি ম্যাচ শারজায়, আবুধাবিতে হবে আর টি ম্যাচ। ৮ ই অক্টোবর লিগ পর্বের শেষ ম্যাচ। ১৫ ই অক্টোবর দুবাইতে ফাইনাল।

আইপিএল শেষ হওয়ার পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এই অবশিষ্ট আইপিএল টি-টোয়েন্টি বিশ্বকাপের ড্রেস রিহার্সালও বটে। কারন তার কিছুদিন পরেই শুরু টি২০ বিশ্বকাপ। আর সবকটি খেলাই হবে এই মরুশহরে। তাই শুধুমাত্র ভারতীয় দলের জন্য নয়, আইপিএলে খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের জন্যও দুবাইয়ের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এই আইপিএলই হতে চলেছে আদর্শ মঞ্চ।